ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রয়াত স্বর্ণযুগের ‘রোমান্টিক হিরো’ (Manoj Kumar)। শোকস্তব্ধ গোটা দেশ। বলিউড হারাল এক উজ্জ্বল নক্ষত্র। ‘ভারত কুমার’ বলা হত মনোজ কুমারকে (Manoj Kumar)। বয়স হয়েছিল প্রায় ৮৭ বছর। শুক্রবার সকালে মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
থমথমে বিনোদন দুনিয়া (Manoj Kumar)
স্বর্ণযুগের শুধু অভিনেতা হিসেবে নয়, তিনি একটা সময় গোটা দেশের কাছে প্রশংসা কুড়িয়েছিলেন বিখ্যাত পরিচালক হিসেবে (Manoj Kumar)। জীবনে কম লড়াই করেননি। সেই লড়াই গিয়ে থামল ৮৭ বছর বয়সে। গোটা দেশজুড়ে বিনোদন জগত এখন থমথমে। অসংখ্য মানুষ থেকে শুরু করে অনুরাগীরা তাঁর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন।
‘লগ যা গালে’ গানে মনোজ কুমার (Manoj Kumar)
মনোজ কুমার (Manoj Kumar) শুধুমাত্র রোমান্টিক হিরো ছিলেন না, একাধিক দেশাত্মবোধক ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল। আজও মানুষ মনে রেখেছে, ‘উহ কৌন থি’ ছবিতে ‘লগ যা গালে’ গানটি। সাদা কালো সেই পুরনো স্বাদ কখনোই ভোলার নয়। বলা যেতে পারে, বলিউডের মাইলস্টোন সেই গান। পরবর্তী কালে এই গানের বহু রিমেক হয়েছে। কিন্তু সাদা কালো দৃশ্যে মনোজ কুমারের মুখের সেই অভিব্যক্তি আজও স্মরণীয়। শুধু অভিনয় নয়, পাশাপাশি তিনি যুক্ত ছিলেন দেশাত্মবোধক কাজের সঙ্গে।

অভিনেতার জীবন
মনোজ কুমারের জন্ম ১৯৩৭ সালে। তখন তাঁর নাম রাখা হয়েছিল হরিকৃষ্ণণ গোস্বামী। বিনোদন দুনিয়ায় পা রাখেন ১৯৫৭ সালে। তখন অভিনেতার বয়স মাত্র কুড়ি বছর। তাঁর অভিনীত প্রথম ছবি ছিল ‘ফ্যাশন’। তবে গোটা দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছিলেন ১৯৬১ সালে ‘কাচ কি গুড়িয়া’ ছবির মাধ্যমে। তারপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবি হিট। তার ঠিক চার বছর পর অর্থাৎ ১৯৬৫ সালে ‘গুমনাম’ সিনেমাটি সেই সময় দাঁড়িয়ে আয় করেছিল প্রায় ২.৬ কোটি টাকা।
আরও পড়ুন: Ranveer Singh: মুম্বাইয়ের রাস্তায় রণবীরকে নিয়ে টানা হ্যাঁচড়া, দৌড়ে এল পুলিশ! তারপর?
সম্মানিত একাধিক পুরস্কারে
‘ক্রান্তি’ ছবির পর থেকে অভিনেতাকে বলা হয় ‘ভারত কুমার’। ফিল্মফেয়ারে সেরা পরিচালক হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছিলে। পদ্মশ্রী পান ১৯৯২ সালে। ১৯৯৯ সালে পান জীবনকৃতি সম্মান এবং দাদাসাহেব ফালকে পান ২০১৫ সালে।
আরও পড়ুন: Mithijhora: ভালোবাসার মানুষকে অবিশ্বাস, আরাত্রিকার ভুলে পুলিশের জালে সুমন!
নানান সমস্যায় ভুগছিলেন
শোনা যাচ্ছে, অভিনেতা বহুদিন ধরেই মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন। হৃদরোগ জনিত নানান সমস্যা ছিল। তাছাড়া বয়স জনিত নানান সমস্যায় ভুগছিলেন বহুদিন ধরে। যার জেরে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অভিনেতার মৃত্যু হয়েছে লিভার সিরোসিসের কারণে। তাঁর প্রয়াণে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে আগামীকাল সকালে।