ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রঙের উৎসব বলা হয় হোলি (Holi) উৎসবকে। যে উৎসবের জন্য ভারতবাসী গোটা একটা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে। সেই হোলিকে নিয়েই বিতর্কিত মন্তব্য, যার জেরে বড় সমস্যায় পড়লেন ফারহা খান (Farah Khan)। বলিউডে (Bollywood) ফারহা খানের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। কিছুদিন আগেই সমাজ মাধ্যমে (Social Media) তাঁর একটা বার্তা ভাইরাল (Viral) হয়। যেখানে তাঁকে বলতে শোনা যায়, “হোলি মূলত ছাপরিদের উৎসব”! ব্যাস, তারপরে শুরু হয়ে যায় একের পর এক বিতর্ক। ফারহার অনুরাগীরাও পর্যন্ত তাঁর মুখ থেকে এই ধরনের বক্তব্য শুনে হতাশ হয়েছেন।
হিন্দুস্তানি ভাউয়ের বার্তা (Farah Khan)
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হিন্দুস্তানি ভাউয়ের (Hindustani Bhau) একটি বার্তা। যেখানে তিনি ফারহা খানের (Farah Khan) বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। শুধু তাই নয়, পাশাপাশি তিনি আবেদন জানিয়েছেন ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ১৯৬,২৯৯, ৩০২ এবং ৩৫৩ অনুযায়ী যেন ফারহার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। হিন্দুস্তানি ভাউয়ের আইনজীবীর বক্তব্য, ফারহা খানের হোলি সংক্রান্ত এমন মন্তব্য সাম্প্রদায়িক। তিনিই এই বিশেষ উৎসবকে ছোট করে দেখাতে চেয়েছেন। একটি সম্প্রদায়কে অসম্মানিত করা হয়েছে, যা ক্ষমার অযোগ্য।
নতুন বিতর্কের সূত্রপাত (Farah Khan)
সম্প্রতি সেলিব্রিটিদের মন্তব্যকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে একের পর এক বিতর্কে যেন লেগেই রয়েছে। কিছুদিন আগে ইন্ডিয়াজ গট ল্যাটেন্টের বিচারপতিদের মন্তব্যে ঝড় উঠেছে গোটা দেশ জুড়ে। এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত বিষয়টা গড়িয়েছে। যে বিতর্কে বারংবার চলে আসছে জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া এবং সময় রায়নার নাম। সেই রেশ এখনও যায়নি। আর তার মাঝেই ফারহা খানের বক্তব্য ঘিরে, শুরু হল নতুন বিতর্ক।
আরও পড়ুন: Shah Rukh Khan: শাহরুখের জীবন বদলে দেবে ‘কিং’! মেয়েকে সাথে নিয়েই করবেন বাজিমাত
বিশেষ সম্প্রদায়কে টার্গেট!
ফারহা সম্প্রতি একটি রন্ধন সংক্রান্ত রিয়ালিটি অনুষ্ঠানে বলেন, “সমস্ত ছাপরিদের পছন্দের উৎসব হোলি হয়”। তারপরেই তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠে, তিনি এক বিশেষ সম্প্রদায়কে টার্গেট করেছেন। বহু মানুষের অনুভূতিতে আঘাত করেছেন।সেই অভিযোগেই হিন্দুস্তানি ভাউ ফারহা খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন থানায়। বিষয়টা যে একেবারেই আর ছোটখাটো নেই, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: Mimi Chakraborty: বোনের জন্য ‘ডাইনি’ হলেন মিমি! হাতে দা নিয়ে ধরলেন রণংদেহি মূর্তি
ফারহার বিরুদ্ধে আইনি পদক্ষেপ!
আসলে গত ২০ ফেব্রুয়ারি সেলিব্রিটি মাস্টার সেফে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ফারহা। সেখানে হোলি সংক্রান্ত নানান আলোচনা চলছিল। তখনই বলিউড পরিচালক তথা কোরিওগ্রাফার রসিকতা করে ওই বেফাঁস মন্তব্য করেন। নিমেষে সেই ভিডিও ভাইরাল হয়। নেটিজেনদের অনেকেই মনে করছেন, ফারহার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত।