ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জয়নগরের পর মুর্শিদাবাদের ফারাক্কা। ৬০ দিনে বিচার পেল দুস্কৃতীদের হাতে ধর্ষণ-খুন হওয়া নাবালিকার পরিবার। বৃহস্পতিবারই দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর আদালত। শুক্রবার রায় ঘোষণায় দীনবন্ধু হালদারের ফাঁসি ও শুভজিত হালদারের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।
গত বিজয়া দশমীর সকালে দাদুর বাড়িতে ঘুরতে এসে খুন হয়েছিল ওই নাবালিকা। এক প্রতিবেশীর বাড়ি থেকে তার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। মেয়েটিকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে সেই সময় অভিযোগ তুলেছিল পরিবার।
তদন্তে নেমে স্থানীয় মাছ ব্যবসায়ী দীনবন্ধু হালদার ও তাঁর বন্ধু শুভজিৎ হালদারকে গ্রেফতার করে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত মিলেছিল। নির্যাতিতার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছিল। মেঝেতে মাথা থেঁতলে খুন করা হয়েছিল নির্যাতিতাকে। তার গলার হাড়ও ভেঙে গিয়েছিল। শুক্রবার নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার মেলায় স্বস্তির নিঃশ্বাস মৃতার পরিবারে।
আরও পড়ুন: https://tribetv.in/cbi-failed-to-give-chargsheet-against-sandip-ghosh-and-abhijeet-mandal/
জয়নগরের পর মুর্শিদাবাদের ফারাক্কা। ৬০ দিনে বিচার পেল দুস্কৃতীদের হাতে ধর্ষণ-খুন হওয়া নাবালিকার পরিবার। বৃহস্পতিবারই দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর আদালত। শুক্রবার রায় ঘোষণায় এক জনের ফাঁসি ও অন্য জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।
আরও পড়ুন: https://tribetv.in/an-unpleasant-incident-happened-in-golfgreen-areas/
২১ দিন, তারমধ্যেই চার্জশিট আর ৫৯ দিন, তারমধ্যেই রায়দান। ফরাক্কায় শিশুকন্যা ধর্ষণ খুনে রাজ্য পুলিশের ভূমিকার প্রশংসা করে শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, কীভাবে দ্রুত তদন্ত করে নির্যাতিতা নাবালিকার পরিবারকে বিচার পাইয়ে দেওয়া হল সেই বিষয়েও এদিন মুখ খোলেন রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার।