ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড়ে হবে সার কারখানা (Fartilizer Factory In Panagarh)। রাজ্যে একগুচ্ছ নতুন প্রকল্প ছাড়পত্র পেল মন্ত্রিসভার বৈঠকে। তারমধ্যে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে একটি সার কারখানাকে। তাতে কর্মসংস্থান হবে বেশ কিছু মানুষের।
শিল্প পার্কে সারের কারখানা (Fartilizer Factory In Panagarh)
মন্ত্রিসভার বৈঠক শেষে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘কৃষিকাজকে উৎসাহিত করতে গেলে সারের প্রয়োজন। বর্তমানে অনেকগুলো সারের কারখানা বন্ধ হয়ে গিয়েছে। তবে এ বার রাজ্যে নতুন সারের কারখানা তৈরি হবে।’’ চন্দ্রিমা জানান, পানাগড়ের শিল্প পার্কে সারের কারখানা তৈরি হবে (Fartilizer Factory In Panagarh)। কোন কোম্পানি এই সারের কারখানা তৈরি করছেন, তা-ও জানান মন্ত্রী। ‘মেসার্স এগ্রিসোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি’সারের কারখানা তৈরি করছে। এর ফলে সারের জন্য কৃষকদের বাইরের রাজ্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না বলে বলে মন্তব্য করেন চন্দ্রিমা।
জমি হস্তান্তরের জন্য অনুমোদন (Fartilizer Factory In Panagarh)
কারখানা গড়ার কাজ দ্রুত শুরু করার জন্য মেসার্স এগ্রিসোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানিকে অনুরোধ জানান তিনি। সম্প্রতি রাজ্যে একের পর এক বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে গিয়েছে বেশ কয়েকটি প্রাণ। গত কয়েক বছরে এমন ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। আগেই সিদ্ধান্ত হয়েছিল, বাজি তৈরি হয় যে সব জেলায়, সেখানে জমি চিহ্নিত করে সবুজ বাজি হাব তৈরি করা হবে। বাজি কারিগরেরা সেখানেই বাজি তৈরি করতে পারবেন। সেখানে সব রকম পরিকাঠামো থাকবে। জমি চিহ্নিত করা হয়েছিল আগেই। এ বার সেই জমি হস্তান্তরের জন্য অনুমোদন দিল মন্ত্রিসভা (Fartilizer Factory In Panagarh)।
আরও পড়ুন: Calcutta High Court: শওকত মণ্ডলের পুলিশি হেফাজতে মৃত্যু! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের
হকারদের বহুতল শপিং মলে ঠাঁই
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, বিভিন্ন জেলায় হকারদের ব্যস্ত রাস্তা থেকে সরিয়ে একটি বহুতল শপিং মলে ঠাঁই দেওয়া হবে। বলা হয়েছিল, রাজ্যের বিভিন্ন প্রান্তে তৈরি হওয়া শপিং কমপ্লেক্সে দু’টি তলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য বরাদ্দ করা হবে। এর আগে এই ধরনের চারটি কমপ্লেক্সের ছাড়পত্র মিলেছিল। মঙ্গলবারের মন্ত্রিসভার বৈঠকে আরও চার জেলায় নতুন কমপ্লেক্স গড়ার অনুমোদন মিলল। সেই সব কমপ্লেক্সে থাকবে স্বনির্ভর গোষ্ঠীর দোকান।
কমপ্লেক্স তৈরির ছাড়পত্র
চন্দ্রিমা জানান, কোচবিহার, হাওড়া, উত্তর দিনাজপুর এবং বাঁকুড়ায় নতুন কমপ্লেক্স তৈরি হবে। আগে জলপাইগুড়িতে দু’টি, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে একটি করে এই ধরনের কমপ্লেক্স তৈরির ছাড়পত্র দিয়েছিল রাজ্য সরকার। পানাগড়ের শিল্প পার্কে ‘মেসার্স এগ্রিসোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি’ নামের সংস্থাটি সারের কারখানা তৈরি করবে। মন্ত্রিসভায় ওই কোম্পানিকে জমি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।