ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেবরাজ সিংহের ‘ফেলু বক্সী’ (Felu Bokshi) সিনেমায় এবার দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে ছবির প্রচারে সকলেই ব্যস্ত। কিন্তু, ভিসা সংক্রান্ত সমস্যা থাকায় ছবির প্রচারে যোগ দিতে পারেননি পরীমনি।
আরও ভালো কাজ করতে চান পরীমনি (Felu Bokshi)
টলিউডে (Felu Bokshi) এই প্রথম কাজ করলেন অভিনেত্রী পরীমনি। তিনি জানিয়েছেন, অভিনয় করবে বলেই শুধু কলকাতায় আসেননি তিনি। ভালো কাজ করার জন্যই এসেছিলেন তিনি। এই কাজ সম্পর্কে কোনও প্রকার আশাই করেননি তিনি। একপ্রকার অপ্রত্যাশিত ভাবেই কাজের সুযোগ পেয়েছিলেন তিনি। আর এই কাজের খবর পেয়ে তিনি খুব খুশি হয়েছিলেন।
সিনেমাতে তার চরিত্র কেমন? (Felu Bokshi)
এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন সিনেমার চরিত্রের কথা শুনেই তিনি এক কথায় রাজি হয়ে (Felu Bokshi) গিয়েছিলেন। কিন্তু ছবিতে নিজের চরিত্রের সম্পর্কে কিছুই বলেননি তিনি। তার থেকে জানা গিয়েছে যে, মা হবার পরে তার শরীরে বেশকিছু পরিবর্তন এসেছে। শরীরের স্থুলতাও বেড়েছে বেশ খানিকটা। তাই ছবির এই চরিত্রের জন্য তিনিই পারফেক্ট। এছাড়াও তিনি জানিয়েছেন, নিজের ছেলেকে সামলে এই কাজ করতে গিয়ে তিনি খুবই আনন্দ পেয়েছেন।
পরিচালকের সম্পর্কে কী বললেন তিনি?
অভিনেত্রীর কথায়, “একদিনে কেউ নাম করে ফেলেন না। সকলের সময় লাগে।” তিনি জানিয়েছেন যে, আজ যিনি নতুন, কাল সে ভালো কাজ করবেন না, এমনটা কোনও মানে হয় না। আর অভিনেত্রী আগেই জানিয়েছিলেন কোনও রকম প্রত্যাশা নিয়েই তিনি আসেননি। তাই পরিচালকের খ্যাতি নয়, কাজই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: Solanki Roy: ধারাবাহিকে আর ফিরতে চান না শোলাঙ্কি! পরিশ্রমের জোরে ভাগ্য কি বদলাতে পারলেন?
মধুমিতা কম ‘পাখি’ বেশি
এই ছবিতে তার সঙ্গে কাজ করেছেন এপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী। অভিনেত্রীর কথায় মধুমিতা চক্রবর্তী বাংলাদেশে ‘পাখি’ নামেই এখনও ভীষণ জনপ্রিয়। ষ্টার জলসায় ‘বোঝেনা সে বোঝেনা’ নামক একটি মেগা সিরিয়ালে কাজ করেছিলেন অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী। সেই থেকেই তার এই নামের জনপ্রিয়তা তুঙ্গে। পরীমনি বলেছেন যে, মধুমিতা ভীষণ মিষ্টি একজন অভিনেত্রী। নামের সঙ্গে তার কাজেরও মিল আছে।
আরও পড়ুন: Saif Ali Khan Stabbed: বাড়িতে ঢুকে সইফকে ছুরির কোপ, হাসপাতালে ভর্তি অভিনেতা
অভিনেতা হিসেবে খুবই ভালো
অভিনেতা সোহম চক্রবর্তীর প্রসঙ্গে পরীমনি বলেছেন, যে তিনি অভিনেতা হিসেবে খুবই ভালো মানের শিল্পী। কাজের ক্ষেত্রেও সহায়তা করেছেন খুব। অভিনেত্রীর যে ছোট বাচ্চা আছে, সে কথাও মাথায় রেখেছিলেন সোহম।
সবশেষে দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার জন্য অনুরোধ করেছেন পরীমনি। চরিত্রের রহস্যের উদ্ঘাটন হবে সেখানেই।