ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শনিবার দিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Manmohan Singh) শেষকৃত্য। পঞ্চভূতে বিলীন হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ আরও একাধিক নেতৃত্ব। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী দিল্লির রাস্তায় ছিল মানুষের ঢল। বাতাসে ধ্বনিত, ‘মনমোহন অমর রহে।’

প্রাক্তন প্রধানমন্ত্রীকে অন্তিম শ্রদ্ধা (Manmohan Singh)
সকালে কংগ্রেসের সদর দফতরে প্রাক্তন প্রধানমন্ত্রীর (Manmohan Singh) মরদেহ শায়িত রাখা হয়। শেষকৃত্যের জন্য নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দেহ। শেষযাত্রায় লক্ষ লক্ষ সাধারণ মানুষ শববাহী গাড়ির সঙ্গে হেঁটে আসেন। মরদেহবাহী ট্রাকে প্রয়াত মনমোহন সিংয়ের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নিগমবোধ ঘাটেও এদিন সকাল থেকে হাজারো মানুষ চোখের জলে প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে হাজির হয়েছেন।
আরও পড়ুন: Manmohan Singh Memorial: মনমোহন সিং-এর স্মৃতিসৌধ নিয়ে বিতর্ক, যুযুধান শাসক-বিরোধী
সেখানে মনমোহনকে (Manmohan Singh) পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী- রাষ্ট্রপতি সহ কংগ্রেস নেতৃত্ব এবং অন্য রাজনীতিকেরা। কংগ্রেসের সদর দফতর থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ নিয়ে আসা হয় যমুনা নদীর ধারে পূর্ব নির্ধারিত নিগমবোধ ঘাটে। সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় মনমোহন সিংহকে।
আরও পড়ুন: Manmohan Singh: চিরঘুমে মনমোহন সিং; শোক দেশের রাজনীতিতে, শোকবার্তা বিশ্বের
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেও এসেছিলেন মনমোহনকে (Manmohan Singh) শ্রদ্ধা জানানোর জন্য। পড়শি পাহাড়ি রাষ্ট্রে থিম্পু সংলগ্ন একটি বৌদ্ধগুম্ফায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে ভারতে সমস্ত দূতাবাস এবং উপদূতাবাসে ভুটানের পতাকা শনিবার অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভুটান সরকার। মরিশাস সরকারও এ দেশে তাদের দূতাবাস এবং উপদূতাবাসগুলিতে সূর্যাস্ত পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।