Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুরীর রথযাত্রা মানে মহাধুমধাম। লক্ষ লক্ষ মানুষের জমায়েত(Puri Temple)। তাই নিরাপত্তার কারণে এই সময় পুরীতে নানা কড়াকড়ি আরোপ করা হয়। বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় মন্দিরের সেবায়েতদেরও। বিশেষ করে রথে দায়িত্বে থাকা সেবায়েতদের বেশ কিছু নিয়ম মানা বাধ্যতামূলক। এই আবহে এবার রথাযাত্রায় বিশেষ এক নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে রথের বেশ কয়েকজন সেবায়েতদের বিরুদ্ধে।
সেবায়েতদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ (Puri Temple)
সূত্রের খবর, শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন (এসজেটিএ) কয়েকজন সেবায়েতের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। রথযাত্রার সময় রথে দায়িত্বে থাকা সেবায়েতদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধ রয়েছে(Puri Temple)। নিরাপত্তার কথা চিন্তা করেই এই রীতি চালু রয়েছে। কিন্তু সব জেনেশুনেও রথযাত্রায় রথের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ উঠেছে কিছু সেবায়েতদের বিরুদ্ধে। যার জেরে পুলিশের কাছে দায়ের করা হয়েছে অভিযোগ । পুরীর বিশেষ কর্তব্যরত আধিকারিক (নিরাপত্তা) এসজেটিএ এই বিষয়ে সিংহদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রথের ভেতরে মোবাইল নিষিদ্ধ (Puri Temple)
ওই পুলিশ আধিকারিক বলেন, ‘এই বছর পুরীর রথযাত্রার সময় রথের ভেতরে মোবাইল ফোন নেওয়া বা ব্যবহার নিষিদ্ধ ছিল(Puri Temple)। তা সত্ত্বেও, কিছু সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়া প্ল্যাটফর্মে দেখা গিয়েছে কিছু সেবায়েত রথে মোবাইল ফোন ব্যবহার করছেন।’ নিয়ম অনুসারে, রথে মোবাইল ফোন ব্যবহার আচার-অনুষ্ঠানের পবিত্রতাকেই ব্যাহত করে । সেই সঙ্গে জীবন ও সম্পত্তির নিরাপত্তার স্বার্থেও এই নিয়ম প্রয়োগ। সেই জন্যই রথের মতো পবিত্র অনুষ্ঠানের পবিত্রতা ও সুরক্ষা বজায় রাখার জন্য নিয়ম লঙ্ঘনকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছে পুরীর মন্দির কর্তৃপক্ষ।
আরও পড়ুন-Tirupati Temple: ভিন ধর্মের প্রার্থনাসভায় গিয়ে সাসপেন্ড তিরুপতি মন্দিরের আধিকারিক
ধর্মীয় পবিত্রতা রক্ষা (Puri Temple)
জানা গেছে, এসজেটিএ-র তরফে রথে মোবাইল ফোন ব্যবহার করার ছবি প্রমাণ হিসেবে পেশ করা হয়েছে(Puri Temple)। মন্দিরের শৃঙ্খলারক্ষার দায়িত্বে থাকা আধিকারিকদের মতে, রথযাত্রার সময় মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা একটি দীর্ঘস্থায়ী প্রোটোকল। অনুষ্ঠানের ধর্মীয় পবিত্রতা রক্ষা এবং বিশাল জনসমাগমের মধ্যে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে রাখা হয়েছে।

আরও পড়ুন-Bird Strike: মাঝ আকাশে পাখির ধাক্কা! বেসামাল ইন্ডিগোর বিমান, জরুরি অবতরণ
ভক্তদের নিরাপত্তা (Puri Temple)
উল্লেখ্য বহুদা যাত্রায় ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শ্রীক্ষেত্রে প্রায় ২০৫ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়(Puri Temple)। যে কোনও ধরনের হুমকি মোকাবেলায় ওড়িশা পুলিশের স্কোয়াডও পুরীতে মোতায়েন ছিল। অতিরিক্ত নজরদারির জন্য, পুরী-ভুবনেশ্বর এবং পুরী-কোনার্ক রাস্তা-সহ শহরজুড়ে ২৭৫টি এআই বিশিষ্ট ক্যামেরা লাগানো হয়। এছাড়াও ছিল লাইভে ক্যামেরা যেখানে পুলিশ অফিসাররা প্রতি মুহূর্তে নজর রেখেছেন ৷ এর আগে রথযাত্রার তৃতীয় দিনে গুণ্ডিচা মন্দিরের সামনে ঘটে যায় বড় দুর্ঘটনা ৷ ভিড়ে ঠেলাঠেলিতে মৃত্যু হয় ৩ পুণ্যার্থীর ৷ অভিযোগ ওঠে প্রশাসনের নিরাপত্তা নিয়ে ৷
