ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশ সচিবালয়ে (Fire at Secretariat) ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার রাতে আগুন লাগে, বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। ঢাকায় বাংলাদেশ সরকারের (Bangladesh Government) সচিবালয়ের আগুন (Fire) বৃহস্পতিবার সকালে নিয়ন্ত্রণে এসেছে। সে দেশের সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে বুধবার রাতে আগুন লেগেছিল সচিবালয়ের ৭ নম্বর ভবনে। প্রায় ছ’ঘণ্টা পরে দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আদতেও কী অগ্নিকান্ড না নাশকতার ছক? উঠেছে প্রশ্ন।
কোথায় আগুন? (Fire at Secretariat)
বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর বিল্ডিংয়ের ৬ তলায় আগুন (Fire at Secretariat)। রাত ১টা ৫০ মিনিট নাগাদ আগুন লাগে এবং তা দ্রুত ৭ ও ৮ তলায় ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে এক দমকলকর্মীও প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর ১৯টি ইঞ্জিন। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে দমকল বাহিনীকে ১টা ৫২ মিনিট নাগাদ খবর দেয়া হয় এবং মাত্র দুই মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছায়।
সাত ঘণ্টা জ্বলে এই আগুন (Fire at Secretariat)
আগুন প্রায় সাত ঘণ্টা ধরে চলে, এবং সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ তা নিয়ন্ত্রণে আসে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর, সচিবালয়ের অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং ভবনের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ঢাকা দমকল বিভাগের মিডিয়া সেলের প্রধান মহম্মদ শাহজাহান শিকদার এদিন জানান, বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে । বাংলাদেশ ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বৃহস্পতিবার সাত সকালেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানান, “আগুন নেভাতে গিয়ে ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। তাঁর নাম সোহানুজ্জামান নয়ন।
আরও পড়ুন: Turkiye Blast: তুরস্কের বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২, আহত ৪
থাকছে নাশকতার সম্ভাবনা
তাৎপর্যপূর্ণ ভাবে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেননি। বৃহস্পতিবার সকালে তিনি জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সদস্য পাঁচ থেকে ১১ জন থাকতে পারেন।
আরও পড়ুন: Bashar al-Assad Divorce: বিদ্রোহে দেশ-ছাড়া বাশার আরও বিপাকে! ডিভোর্স চাইলেন স্ত্রী আসমা
সুরক্ষিত জায়গা
বাংলাদেশ সচিবালয় (Bangladesh Secretariat) অতন্ত্য সুরক্ষিত জায়গা। ২৬ ডিসেম্বর রাতে বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর বিল্ডিংয়ের ৬ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সাত ঘণ্টা সময় নেয়। তবে, সবচেয়ে বড় প্রশ্ন উঠছে কীভাবে একসঙ্গে দু’দিকেই আগুন লাগল? সচিবালয়ের বাঁদিকের ফিনান্সিয়াল বিভাগ এবং ডানদিকের লোকাল ডিপার্টমেন্টে ছিল গুরুত্বপূর্ণ নথি। এমনটি ঘটে থাকলে, এই আগুনে সেসব নথি নষ্ট করার উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করছে অনেকেই।