ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তর পশ্চিম তুরস্কের কারতালকায়ায় স্কি রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড(Fire At Turkey Ski Resort)। রিসোর্টের পর্যটক এবং কর্মচারীদের অধিকাংশই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আগুন যে লেগেছে অনেকেই প্রথমে টের পাননি। যখন বুঝতে পারলেন, ততক্ষণে চারদিক থেকে ঘিরে ফেলেছে আগুন। মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এই অগ্নিকাণ্ডের জেরে বহু মানুষের প্রাণ চোখের নিমেষে শেষ হয়ে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা (Fire At Turkey Ski Resort)
তুরস্কের রাজধানী আঙ্কারার প্রায় ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমের কারতালকায়ায় ‘স্কি রিসর্ট'(Fire At Turkey Ski Resort) শীতে ইউরোপের পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য। সেই রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে একের পর এক মৃত্যুর শোকবার্তায় শোকাহত তুরস্ক। সেখানে এপর্যন্ত অগ্নিকাণ্ডের জেরে ৬৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। প্রথমে জানা গিয়েছিল, ঝলসে মৃত্যু কমপক্ষে ১০ জনের। কিন্তু এখন নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬। আহত সংখ্যা ৫১ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কাঠের তৈরি রিসর্টে, দ্রুত ছড়ায় আগুন (Fire At Turkey Ski Resort)
‘স্কি’ রিসর্ট উত্তর তুরস্কের বোলু শহরে অবস্থিত(Fire At Turkey Ski Resort)। চারপাশে বরফে ঢাকা পাহাড়। সেখানেই মূলত কাঠের এই রিসর্টটি তৈরি করা হয়েছে। অনেক পর্যটকদের পছন্দের জায়গা এটি। জানা গিয়েছে, স্থানীয় সময় গভীর রাত সাড়ে ৩টে নাগাদ এই আগুন লাগে। এই ঘটনা প্রসঙ্গে বোলুর গভর্নর আবদুল আজিজ সংবাদমাধ্যমে জানান, এগারো তোলা ভবনের ৪ তলায়র রেস্তরাঁয় প্রথমে আগুন লাগে। তারপর সেটি অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। রিসর্টটিতে মোট ২৩৪ জন অতিথি ছিলেন। কাঠের তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সেসময় অনেকেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। যখন তাঁরা বুঝতে পারেন আগুন লেগেছে তখন হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ ও দমকলবাহিনী।
ঘটনাস্থলে তুরস্কের একাধিক মন্ত্রী
দুর্ঘটনার পর পরিস্থিতির দিকে নজর দিতে তুরস্কের একাধিক মন্ত্রী ওই এলাকায় পৌঁছেছেন। রাজধানী আঙ্কারার প্রায় ১৭০ কিলোমিটার (১০০ মাইল) উত্তর-পশ্চিমে কার্তালকায়া রিসর্টে বেশ কয়েকজন মন্ত্রী ঘটনাস্থলে পৌঁছেছেন এবং কর্মকর্তারা বলেছেন যে আগুন এখন নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া। তিনি কার্তালকায় সাংবাদিকদের বলেছেন, ‘আমরা বেদনাহত’ (Fire At Turkey Ski Resort)। আগুনের ঘটনায় আহত অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী কেমাল মেমিসোগলু জানিয়েছেন।
কী বলছেন আইনমন্ত্রী?
অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির মালিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তুরস্কের আইনমন্ত্রী ইয়েলমাজ তাঙ্ক জানিয়েছেন। বোলু প্রদেশের চিফ পাবলিক প্রসিকিউটরের কার্যালয় এ ঘটনার তদন্ত শুরু করেছে। ইয়েলমাজ তাঙ্ক আরও বলেন, ছয়জন পাবলিক প্রসিকিউটরকে এ ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, একটি বিশেষজ্ঞ দল অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে।