ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শানের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। সংগীত শিল্পী শানের (Shaan) আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। যতদূর শোনা যাচ্ছে, আহত হয়েছেন এক জন। গভীর রাতে কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল? যে আবাসনে অগ্নিকাণ্ডটি ঘটেছে, ঠিক তার বারো তলায় রয়েছে সংগীত শিল্পীর ফ্ল্যাট। অগ্নিকাণ্ড বিষয়ে শানের তরফ থেকে প্রথমে কোনও অফিসিয়ালি বিবৃতি পাওয়া যায়নি। অপরদিকে এই ঘটনাটি প্রকাশ্যে আসা মাত্রই, চারিদিকে রীতিমত হই হই রই রই কাণ্ড। বিশেষ করে শানের অনুরাগীরা বিষয়টা নিয়ে বেশ চিন্তিত ছিলেন। অবশেষে শান মুখ খুললেন।
সাত তলায় আগুন (Shaan)
সংগীত শিল্পী শান (Shaan) যে আবাসনে থাকেন, সেটি রয়েছে বান্দ্রা ওয়েস্ট এলাকায়। শোনা যাচ্ছে, রাত পৌনে দুটো নাগাদ হঠাৎ করেই দমকল দপ্তরে খবর যায়, যে ওই আবাসনে অগ্নিকাণ্ড ঘটেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দশটি ইঞ্জিন। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা গিয়ে দেখেন, আবাসনের সাত তলা থেকে ধোঁয়া বেরোচ্ছে। এমনকি দেখা গিয়েছে আগুনের ফুলকিও।
হতাহতের খবর পাওয়া যায়নি (Shaan)
দ্রুত উদ্ধার কাজে নেমে পড়ে দুই টিম। উদ্ধার করা হয় এক বৃদ্ধকে। ওই ঘটনার জেরে ৮০ বছরের বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় (Shaan)। অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় কাছের একটি বেসরকারি হাসপাতালে। শোনা যাচ্ছে, ওই বৃদ্ধাকে আইসিইউ’তে রাখা হয়েছে । যদিও এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: Shyam Benegal Passes Away: চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন! প্রয়াত বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল
মুম্বাইয়ে বারংবার অগ্নিকাণ্ড
কিন্তু আগুন লাগল কীভাবে? এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে। দমকল কর্মীদের অনুমান, ঘটনাটি ঘটেছে শর্টসার্কিটের কারণে। সম্প্রতি মুম্বাইয়ের বেশ কয়েকটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার বিকেলে আগুন লেগেছিল মুম্বাইয়ের কুরলা স্ক্র্যাপ মার্কেটে। হতাহতের কোনও খবর না ঘটলেও, অন্তত ৩০ থেকে ৪০টি ওয়্যারহাউস পুড়ে যায়। মানখুর্দ বস্তি এলাকাতে বাতিল জিনিসপত্রের গোডাউনে আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের চারটি ইঞ্জিন ও অন্যান্য টিম। গত ২৭ নভেম্বরে মুম্বাইয়ের এক বহুতল ভবনে আগুন লাগে, যে ঘটনায় জখম হন আবাসনে তিন বাসিন্দা সহ এক মহিলা দমকল কর্মী।
দুশ্চিন্তায় শানের অনুরাগীরা
উল্লেখ্য, শান যে আবাসনে থাকেন সেখানে কিভাবে অগ্নিকাণ্ড ঘটল তার উত্তর এখনও জানা যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শানের অনুরাগীদের মধ্যে দুশ্চিন্তার ছাপ দেখা গিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের পর তারা কিছুটা নিশ্চিন্ত হতে পেরেছেন।
আরও পড়ুন: Tota Roy Chowdhury: টোটা অন্য কাউকে কপি করেন না, চালচিত্রে পুলিশ চরিত্র আকর্ষণ করেনি!
শানের বিবৃতি
গায়ক এক বিবৃতিতে জানান, কিভাবে তিনি এবং তাঁর পরিবার, স্ত্রী রাধিকা মুখার্জি, সন্তান সোহম এবং মাহি আগুন থেকে রক্ষা পেয়েছেন। বলেন, “ আপনাদের সকলকে জানাই যে, আমরা নিরাপদ, আগুন ৭ম তলায় ছিল। আমরা উপরের তলায় থাকি। আমরা ১৫তম তলায় পালিয়ে যেতে সক্ষম হয়েছিলাম এবং উদ্ধারের জন্য অপেক্ষা করছিলাম। একটি দীর্ঘ ভয়াবহ গল্প সংক্ষেপে বলতে গেলে.. আমরা একেবারে ঠিক আছি। দমকল বিভাগ থেকে পরিষ্কার বার্তা এলে, নিজেদের ফ্ল্যাটে ফিরে যাওয়ার অপেক্ষায় আছি।”