ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত (Malda Hawkers Market)। ম্যাচ শেষে জয়োল্লাসে মেতে ওঠেন প্রায় সকলে। বাজি, পটকা ফাটিয়ে সাফল্য উদযাপন করেন অনেকেই। আর তারই মাঝে ঘটে গেল অঘটন। ভারতের জয়ের পর বাজি-পটকা ফাটাতে গিয়ে বিপত্তি। রাতে মালদার ইংরেজবাজারের পোস্ট অফিস মোড়ে আগুন লেগে যায় হকার্স মার্কেটে। ৩টে দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। বাজি-পটকা ফাটানোর সময় ফুলকি থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিক অনুমান দমকলের। ক্ষতিগ্রস্ত হয় কমপক্ষে দুই-তিনটি দোকান।
আচমকা আগুনের ফুলকি দোকানে (Malda Hawkers Market)
ব্যবসায়ীদের দাবি, রবিবার রাতে ভারতের জয়ের পরই স্থানীয়রা হকার্স মার্কেটের (Malda Hawkers Market) সামনে জড়ো হন। ভারতের জয়ের আনন্দে বাজি ফাটাতে শুরু করেন তাঁরা। আচমকা আগুনের ফুলকি একটি দোকানে পড়ে। সেখান থেকে আগুন মুহূর্তের মধ্যে আশেপাশের মোট তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। মালদহের ফোয়ারা মোড়ে রয়েছে এই হকার্স মার্কেট।
তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি (Malda Hawkers Market)
২৫ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড। সেবার আইসিসি নকআউট ট্রফিতে জয় হয়েছিল কিউয়িরা। ২৫ বছর পর রোহিত শর্মার নেতৃত্বে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে ম্যাচের সেরাও টিম ইন্ডিয়ার অধিনায়ক। তাই ট্রফি জয়ের আনন্দে মেতে ওঠে সারা দেশ। ভারতীয় দলকে শুভেচ্ছা পাঠাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ সকলেই (Malda Hawkers Market)।
আরও পড়ুন: Jadavpur University: ক্যাম্পাসে ঢুকতেই অধ্যাপকের সঙ্গে সংঘর্ষ, উত্তপ্ত যাদবপুরে বৈঠক আদৌ হবে?
মাথায় হাত ব্যবসায়ীদের
দুবাইয়ের ময়দানে নিউজিল্যান্ডকে বধ করতেই গোটা দেশের সাথে মালদাতেও বাজি ফাটিয়ে আনন্দ উল্লাসে মাতেন ক্রীড়াপ্রেমীরা। মালদা শহরে রাতভর ফাটানো হয় অসংখ্য বাজি। আর সেই আগুন থেকেই এই অগ্নিকাণ্ড বলে জানা গেছে। তবে যদিও সঠিক সময়ে দমকল আসায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। এই দুর্ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীদের। জানা যাচ্ছে অনেক ক্ষয় ক্ষতি হয়ে গেছে মার্কেটে। অনেক দোকান পাতির ক্ষতি হয়ে গেছে এই অগ্নি কাণ্ডে। মোট ক্ষয় ক্ষতির যদিও জানা যায়নি এখনও। তবে এর ফলে ব্যবসায়ীরা চিন্তায় পড়েছেন অনেকেই।