ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্র সম্পর্কে করা মন্তব্যের জেরে বিতর্কের মুখে পড়েছেন কলকাতা পুরনিগমের মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ভোট প্রচারে গিয়ে লোকসভা ভোটের বিজেপি প্রার্থী সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন, তা নিয়ে ইতিমধ্যেই অভিযোগও দায়ের হয়েছে। এবার সেই মন্তব্য নিয়ে সাফাই দিলেন ফিরহাদ হাকিম।
শুক্রবার কলকাতায় নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন মেয়র (Firhad Hakim)। জানালেন, কোনও মহিলার উদ্দেশে নয়, ওই মন্তব্য তিনি করেছিলেন বিজেপির হেরে যাওয়া প্রার্থীকে নিয়ে। তবু রেখার তাতে খারাপ লেগে থাকলে তিনি দুঃখিত। তিনি বলেন, “নারীদের আমি মাতৃরূপে দেখি। ‘হেরে ভূত’, ‘হেরো মাল’ ইত্যাদি শব্দবন্ধগুলি ভোটের প্রার্থীদের উদ্দেশে, বিশেষত বিজেপির উদ্দেশে বলা। কোনও মহিলাকে নিয়ে এ সব আমি বলিনি। বরং রেখা পাত্রকে আমি ভদ্রমহিলা বলেই সম্বোধন করেছিলাম।”
আরও পড়ুন: কলকাতায় ফের ছাত্রীর শ্লীলতাহানি! গ্রেফতার অভিযুক্ত শিক্ষক
আরও পড়ুন: বহুরূপীর বেশে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
বসিরহাটের হাড়োয়া কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১৩ নভেম্বর। বুধবার তারই প্রচারে গিয়েছিলেন ফিরহাদ। সন্দেশখালির প্রসঙ্গ উঠলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভায় সেখানকার বিজেপি প্রার্থী রেখার উদ্দেশে কিছু মন্তব্য করেন, যা আপত্তিকর বলে দাবি করেছে বিজেপি। তারপর থেকেই বিতর্কের মুখে ফিরহাদ হাকিম। তবে নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন তিনি (Firhad Hakim)।