ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা পুরসভার বাজেট (Firhad Hakim) অধিবেশনে কাউন্সিলরদের ভাতা বৃদ্ধির প্রস্তাব অস্বীকার করেছেন মেয়র ফিরহাদ হাকিম।
ভাতা বাড়ানোর দাবি (Firhad Hakim)
তৃণমূলের প্রবীণ কাউন্সিলর রত্না শূর প্রস্তাব উত্থাপন করেন, যেখানে তিনি ১০,০০০ টাকার ভাতা যথেষ্ট নয় বলে দাবি করেন এবং এর পরিমাণ ১৫,০০০ টাকায় বাড়ানোর আহ্বান জানান। তাঁর বক্তব্যে শাসক ও বিরোধী দলের অনেক কাউন্সিলর সমর্থন জানান, কারণ তাঁরা জানান, বর্তমান পরিস্থিতিতে খরচ বেড়েছে এবং অনেকের ওয়ার্ড অফিস নেই, ফলে তাঁরা অফিস ভাড়া নিতে বাধ্য হচ্ছেন।
আর্থিক কাঠামো সুসংহত করাই উদ্দেশ্য
মেয়র ফিরহাদ হাকিম এই দাবির প্রেক্ষিতে জানান, বর্তমান সময়ে (Firhad Hakim) কাউন্সিলরদের ভাতা বৃদ্ধির কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, কলকাতা পুরসভার আর্থিক কাঠামো সুসংহত করাই তাঁর প্রধান লক্ষ্য।
আরও পড়ুন: Kolkata: মহিলার হারানো ব্যাগ উদ্ধার করল কলকাতা ট্রাফিক পুলিশ
২০২৬ সালের মধ্যে রাজস্ব আদায়ে উন্নতি ঘটিয়ে পুরসভার আর্থিক অবস্থাকে শক্তিশালী করার চেষ্টা করছেন তিনি।

ভাতা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত
বামফ্রন্ট আমলে কাউন্সিলরদের ভাতা ছিল মাত্র ৫,০০০ টাকা, যা পরে বৃদ্ধি পায়। বর্তমান পরিস্থিতিতে কাউন্সিলরদের একাংশ মনে করছেন, ১০,০০০ টাকার ভাতা দিয়ে দায়িত্ব পালন করা দুষ্কর হয়ে পড়েছে। তবে ভবিষ্যতে মেয়র যদি আর্থিক পরিস্থিতি উন্নত করেন, তাহলে ভাতা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আশা করছেন তাঁরা।