ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ শনি (Saturn Transit) নিজের ঘর বদলেছে। কুম্ভ ছেড়ে প্রবেশ করেছে মেষ রাশিতে। ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ আজ, শনিবার। ভারতীয় সময় দুপুর ২টো ২১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৩ মিনিট পর্যন্ত এই গ্রহণ চলেছে। ক্যানাডা, আমেরিকার বেশ কিছু জায়গা এবং অস্ট্রেলিয়া, ইতালি-সহ বেশ কিছু দেশে সূর্যগ্রহণ দেখা গেছে। তবে ভারতে এই গ্রহণ দেখা যায়নি। তবে জ্যোতিষীদের মতে, ভারতে গ্রহণ দেখা না গেলেও তার প্রভাব থাকবে গ্রহের উপর। এবং শনির ঘর পরিবর্তনও প্রভাব ফেলবে সব রাশিতে।
গ্রহ-নক্ষত্রে গ্রহণ প্রভাব (Saturn Transit)
সাধারণত, গ্রহণের আগে ৯ থেকে ১২ ঘণ্টাকে সূতক সময় ধরা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই এ সময় বেশ কিছু নিয়ম-সতর্কতা মেনে চলেন। জ্যোতিষশাস্ত্র বলে, সূতক কালে কোনও শুভ কাজ করা যায় না। যদিও ভারতে এ বছরের প্রথম সূর্যগ্রহণের আগে ও পরে সূতক কাল মানার প্রয়োজন নেই। তবে জ্যোতিষশাস্ত্র মতে, ভারতে সূর্যগ্রহণ দেখা না গেলেও গ্রহ-নক্ষত্রে তার প্রভাব পড়বে।
কর্ম অনুযায়ী ফল (Saturn Transit)
১২টার মধ্যে মীন রাশিতে শনিদেব গোচর করবে (Saturn Transit)। অর্থাৎ ঘর বদল হবে শনির। তার প্রভাব পড়বে মেষ, মীন ও কুম্ভ রাশিতে। অন্য দিকে এ দিন থেকে বৃষ, তুলা, কন্যা, মকরের ভাগ্যের শুভ পরিবর্তন হবে বলেও বলছেন জ্যোতিষীরা। জ্যোতিষীরা বলেন, শনি হচ্ছে কর্মের গ্রহ। যে যেমন কর্ম করে, তাকে সেই অনুযায়ী ফল দেয়। শনি পরীক্ষা নেয় ধৈর্য ও সততার। ফলে খারাপ কাজ না করলে, খারাপ সময়েও পথভ্রষ্ট না হলে, শনির কোপে পড়ার কোনও সম্ভাবনাই নেই। যাদের ঘরে শনি আসছেন তাঁরা সতর্ক থেকে সচেতনতার সঙ্গে জীবন যাপন করবেন।

আরও পড়ুন: Saturn Rahu Bad Effect: শনি ও রাহুর যুতিতে পিশাচ যোগ, খারাপ প্রভাব পড়বে কাদের?