Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া বিমানবন্দরে (Flight Incident)। বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেওয়ার সময় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে ধাক্কা মারল বিশাল এক ঈগল। পাখিটি সরাসরি বিমানের নাকে আঘাত হানায় শেষ মুহূর্তে উড়ান বাতিলের সিদ্ধান্ত নেন পাইলট। ফলে প্রাণে রক্ষা পান বিমানে থাকা ৯০ জন যাত্রী।
রানওয়েতে ঘটল বিপত্তি (Flight Incident)
ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে (Flight Incident)। নির্ধারিত সময় অনুযায়ী যাত্রীরা বোর্ড করেন বিমানটিতে। রানওয়েতে গতি বাড়াতে শুরু করতেই হঠাৎ সামনে চলে আসে এক ঈগল। মুহূর্তের মধ্যেই সেটি ধাক্কা মারে বিমানের সামনের অংশে। দুর্ঘটনা এড়াতে দ্রুত সিদ্ধান্ত নেন পাইলট। তিনি বিমান থামিয়ে দেন রানওয়েতেই।
আতঙ্কিত যাত্রীরা (Flight Incident)
হঠাৎ এ ঘটনার পর বিমানের ভেতরে চাঞ্চল্য তৈরি হয়। অনেক যাত্রী আতঙ্কে চিৎকার করে ওঠেন (Flight Incident)। বিমানটি আকাশে উঠলে বড় বিপদ ঘটতে পারত বলে জানান এক যাত্রী। তবে পাইলটের সতর্কতায় কোনও প্রাণহানি হয়নি।

বিমান সংস্থার বিবৃতি(Flight Incident)
ঘটনার পর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express) তরফে বিবৃতি জারি করে জানানো হয়—
“বিজয়ওয়াড়া বিমানবন্দরে পাখির ধাক্কার কারণে বিজয়ওয়াড়া-বেঙ্গালুরু বিমানটিতে বিঘ্ন ঘটেছে। ফলে উড়ান বাতিল করতে হয়েছে। এই পরিস্থিতি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে। তবে এতে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য আমরা দুঃখিত।”
বিকল্প ব্যবস্থা
বিমানে থাকা ৯০ জন যাত্রীকে অন্য বিমানে বেঙ্গালুরু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি টিকিট বাতিল করা বা অন্য দিনে ভ্রমণের সুযোগও দেওয়া হয়েছে।
তদন্তে নামল কর্তৃপক্ষ (Flight Incident)
পাখির ধাক্কায় বিমানের কী ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিমান মেরামতির কাজ সম্পন্ন হওয়ার পরই তা ফের চালু করা হবে বলে জানিয়েছে সংস্থা।
আরও পড়ুন : UPSC Admit Card 2025 : ইউপিএসসি প্রকাশ করল এনডিএ ও সিডিএস ২ পরীক্ষার অ্যাডমিট কার্ড
বারবারই ঘটছে বার্ড হিট
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ‘বার্ড হিট’ ঘটনা বিমান চলাচলের ক্ষেত্রে গুরুতর ঝুঁকি তৈরি করে। দেশের বিভিন্ন বিমানবন্দরে এমন ঘটনা বারবার ঘটছে। পাইলটরা সচেতন থাকলেও আকাশে ওঠার পর পাখির ধাক্কা লাগলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
প্রাণরক্ষাকারী সিদ্ধান্ত
অভিজ্ঞতার জেরে দ্রুত সিদ্ধান্ত নিয়েই ৯০ জন যাত্রীর প্রাণ বাঁচালেন পাইলট। বিমান নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনায় বোঝা গেল বিমানচালকের তাৎক্ষণিক সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ।