ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সান্তা ক্লজের উড়ন্ত স্লেজ গাড়ি (Flying Car) এবার বাস্তবে রূপ নিয়েছে। আমেরিকার সংস্থা Alef Aeronautics তাদের তৈরি উড়ন্ত গাড়ির প্রোটোটাইপ Model Zero সকলের সামনে উপস্থাপন করেছে। এই গাড়ি স্বাভাবিকভাবেই প্রযুক্তি প্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, এটি গাড়ির দুনিয়ায় একটি নতুন দিগন্তের সূচনা করবে।
মাটিতেও চলবে, আকাশেও উড়বে (Flying Car)
Model Zero গাড়িটি কোনো বিমানের মতো ডানা (Flying Car) ছাড়াই তৈরি হয়েছে। এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি সড়কে চলতে চলতে হঠাৎ করেই মাটি ছেড়ে উড়তে পারে। গাড়িটির নকশা অত্যন্ত অভিনব এবং এটি বেশ হালকা। গাড়িটির গায়ে একটি বিশেষ জাল বসানো রয়েছে, যা বাতাস চলাচল করতে সাহায্য করে এবং ওড়ার সময় গাড়িটির শক্তি বাড়ায়।
শীঘ্রই আসছে বাজারে (Flying Car)
গাড়িটির কার্যকারিতার জন্য আটটি রটার ব্যবহৃত হয়েছে। এই রটারগুলি পরস্পরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে। গাড়িটির পরীক্ষামূলক উড়ান সফল হয়েছে এবং শীঘ্রই এটি বাজারে আসতে চলেছে। ২০২৩ সালে আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) থেকে সার্টিফিকেট পাওয়ার পর এখন বাজারে আনার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: Airtel Connection: বৈধতার একদিন আগেই রিচার্জ শেষ, গ্রাহকের অভিযোগে ৩ লক্ষ টাকার ক্ষতিপূরণের নির্দেশ!
দাম কত?
Model Zero গাড়ির সড়ক পথে চলার সময় রেঞ্জ ২০০ মাইল এবং শূন্যে উড়ার সময় রেঞ্জ ১০০ মাইল। গাড়িটির অগ্রিম বুকিংয়ের মূল্য ৩০ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৬২ লক্ষ টাকার সমান। তবে, আমেরিকার বাইরে এই গাড়ির পরিষেবা চালু করার জন্য সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন।

চাইলেই কি সব পাওয়া যায়?
গাড়িটিতে বৈদ্যুতিক প্রপালসন সিস্টেম এবং যন্ত্রমেধা প্রযুক্তি থাকবে, যা নেভিগেশন ও নিরাপত্তা সংক্রান্ত সবকিছু নিয়ন্ত্রণ করবে। যদিও কল্পবিজ্ঞানে বহুবার উড়ন্ত গাড়ির কথা বলা হয়েছে, বাস্তবে তা এখনো সাধারণ মানুষের কাছে অভিজ্ঞতার বিষয় নয়। তবে উড়ন্ত গাড়ি তৈরি সম্ভব হলেও, সড়ক পরিবহণ ব্যবস্থা যে অবস্থায় রয়েছে, তাতে সাধারণ মানুষ চাইলেই এই গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে।
চাই সঠিক পরিকাঠামো
উড়ন্ত গাড়ির সঠিক ব্যবহারের জন্য উপযুক্ত পরিকাঠামো এবং ট্রাফিক ব্যবস্থা থাকা অপরিহার্য। এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত হল, প্রযুক্তি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পরিবহণ ব্যবস্থাও উন্নত করতে হবে।