ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মাত্র এক মাস (Flyover in Patna) আগেই জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হয়েছিল পাটনার নতুন উড়ালপুলের। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিজে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। বলেছিলেন, ‘‘এটা শুধু সেতু নয়, ভবিষ্যতের নগর পরিকাঠামোর দৃষ্টিভঙ্গি।’’ কিন্তু মাস ঘুরতেই সেই কথার বাস্তব রূপ নিয়ে উঠছে প্রশ্ন। কারণ, ৪২২ কোটি টাকা খরচ করে নির্মিত সেই উড়ালপুলে দেখা দিয়েছে ফাটল।
সরাসরি দুর্নীতির অভিযোগ! (Flyover in Patna)
সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ছবি ও ভিডিও (Flyover in Patna), যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ফাটলের চিহ্ন। সংবাদ সংস্থা এএনআই একটি ভিডিও প্রকাশ্যে আনতেই শুরু হয়ে যায় রাজনৈতিক ও জনমত বিক্ষোভ। নেটপাড়ায় বহু মানুষ প্রশ্ন তুলেছেন-এত খরচ করেও কি মান নিশ্চিত করা যায়নি? কেউ কেউ সরাসরি দুর্নীতির অভিযোগও এনেছেন রাজ্য প্রশাসনের বিরুদ্ধে।
উন্নয়নের রোল মডেল! (Flyover in Patna)
এই উড়ালপুলটি তৈরি হয়েছে পাটনার অশোক রাজপথ (Flyover in Patna) বরাবর, যানজট সমস্যার সমাধানের উদ্দেশ্যে। এটি একটি ডাবল ডেকার উড়ালপুল-তিন স্তরের ট্র্যাফিক ব্যবস্থার সঙ্গে নির্মিত। নীতীশ কুমার তখন জানিয়েছিলেন, এই সেতু গোটা রাজ্যের শহর পরিকাঠামো উন্নয়নের রোল মডেল হবে।
বাস্তব ছবি অনেকটাই ভিন্ন
কিন্তু বাস্তব ছবিটা এখন অনেকটাই ভিন্ন। ফাটলের পাশাপাশি অনেকে আশঙ্কা করছেন, সঠিক রক্ষণাবেক্ষণ না হলে উড়ালপুলটির অবস্থা আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। বিশেষত এই সময়ে, যখন বিহারে টানা বৃষ্টি চলছে। গত ২৪ ঘণ্টায় পাটনা সহ গয়া, জামুই ঔরঙ্গাবাদে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর জারি করেছে কমলা সতর্কতা। বৃষ্টির জল ও ফাটল-এই দুই মিলিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

গুণমান বিসর্জন দিয়েছে সরকার
বিরোধী দলগুলিও নেমে পড়েছে রাজপথে। তাদের অভিযোগ, ভোটের আগে বড় প্রকল্প দেখিয়ে জনমোহিনী প্রচার করতে গিয়ে গুণমান বিসর্জন দিয়েছে সরকার। বিরোধীদের মতে, এই ঘটনা প্রমাণ করে, প্রশাসন নির্মাণ মানের দিকে যথেষ্ট গুরুত্ব দেয়নি।রাজ্যবাসীর মনে এখন একটাই প্রশ্ন-৪২২ কোটি টাকার বিনিময়ে তারা কী পেয়েছে? একটি ভঙ্গুর উড়ালপুল, না কি দুর্নীতির আরেক উদাহরণ? নীতীশ সরকারের পক্ষে এই বিতর্ককে হালকা করে দেখা সহজ হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, নির্বাচন যত এগোচ্ছে, ততই সরকারের প্রতিটি পদক্ষেপ নিয়ে বাড়ছে জনমানসের পর্যবেক্ষণ ও অসন্তোষ।