ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বুধবার সকালে অমৃতসরের স্বর্ণমন্দিরে চলল গুলি। শিরোমণি অকালি দলের নেতা ও পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী (Former Punjab Deputy Chief Minister) সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালাল এক দুষ্কৃতি। স্বর্ণমন্দিরের (golden temple) ঢোকের মুখে এই হামলা চালায় সে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর (Sukhbir Singh Badal)। সঙ্গে সঙ্গে আশপাশে থাকা জনতার হাতে ধরাও পড়ে যায় হামলাকারী।
জানা গিয়েছে, ধৃত যুবকের নাম নারায়ণ সিংহ চৌরা। অমৃতসর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরের গুরুদাসপুর জেলার বাসিন্দা তিনি। সে বাব্বর খালসা ইন্টারন্যাশনালের প্রাক্তন জঙ্গি। ১৯৮৪ সালে সে পাকিস্তানে চলে গিয়েছিল। তার পর সেখান থেকে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক চালান দিত পাঞ্জাবে (Punjab)। গেরিয়া যুদ্ধ নিয়ে একটি বইও লেখে ওই জঙ্গি। বুরালি জেলভাঙা মামলার অভিযুক্ত নারাইন ইতিমধ্যেই পাঞ্জাবে জেলও খেটেছে। ওই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: Delhi Pollution and Militant Attack in Kashmir: বিষাক্ত দিল্লি! বরফ ঢাকা ভূস্বর্গে জঙ্গি-হানা
আরও পড়ুন: Maharashtra CM: ফড়নবীশই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী? স্পষ্ট ইঙ্গিত রামদাস আঠাওয়ালের কথায়!
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বুধবার সকালে অমৃতসরের স্বর্ণমন্দিরে ঢুকছিলেন সুখবীর (Sukhbir Singh Badal)। সেই সময়েই ধীর পায়ে তাঁর দিকে এগিয়ে আসেন ওই ব্যক্তি। এর পরেই আচমকা জামার ভিতরে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্রটি বার করে অকালি প্রধানকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন। সুখবীরের উপর হামলার নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার কড়া নিন্দা করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ঘটনায় অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।