ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার কলকাতার আকাশে দেখা গেল ড্রোন। একটা নয়, একেবারে চার-চারটি। প্রায় ৪৫ মিনিট ধরে কলকাতার প্রাণকেন্দ্রের আকাশে চক্কর কাটতে দেখা যায় ড্রোনগুলিকে (Drone Over Kolkata)। সোমবার রাত পৌনে ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহরের আকাশে চক্কর কাটতে দেখা যায় চারটি অজানা ড্রোনকে।
এই ঘটনার পর থেকেই নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ, ভারতীয় সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলি। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই ড্রোনগুলির কোনও অনুমতি ছিল না — যা নিরাপত্তার দিক থেকে অত্যন্ত উদ্বেগজনক।
ভবানীপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল— শহরের উপর দিয়ে ড্রোন উড়ান (Drone Over Kolkata)
প্রত্যক্ষদর্শীদের মতে, এই ড্রোনগুলিকে প্রথমে দেখা যায় ভবানীপুর, ময়দান ও রবীন্দ্র সদনের আকাশে। পরে সেগুলি চক্কর কাটে হেস্টিংস, ফোর্ট উইলিয়াম, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ও ভিক্টোরিয়া মেমোরিয়াল-এর ওপরে (Drone Over Kolkata)।
আরও পড়ুন: Lakshmir Bhandar: মমতার ‘লক্ষ্মীর ভাণ্ডার’: আমরা যা বলি, তা করি
প্রসঙ্গত, এই অঞ্চলগুলি অত্যন্ত সংবেদনশীল, কারণ এখানে রয়েছে ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার, যেখানে ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ বা নির্দিষ্ট অনুমতির প্রয়োজন হয়।
মহেশতলা থেকে উড়ে আসে ড্রোন, লালবাজারে রিপোর্ট পুলিশের (Drone Over Kolkata)
সূত্রের খবর অনুযায়ী, ড্রোনগুলি মহেশতলা এলাকার দিক থেকে উড়ে এসে শহরের উপর দিয়ে ওড়ে। প্রথমে কলকাতা পুলিশের কিছু আধিকারিক আকাশে এই ড্রোন উড়তে দেখেন। সঙ্গে সঙ্গে লালবাজার কন্ট্রোল রুম-এ জানানো হয় এবং আশেপাশের সমস্ত থানাকে সতর্ক করা হয়।
পুলিশের পক্ষ থেকে একটি র্যাপিড রেসপন্স টিম রাস্তায় নামানো হয় ড্রোনের গতিবিধি পর্যবেক্ষণের জন্য।
ড্রোন রহস্যে তদন্তে সেনা, বায়ুসেনা ও গোয়েন্দা সংস্থা (Drone Over Kolkata)
ড্রোনগুলির মধ্যে দুটি পূর্ব কলকাতার দিকে এবং দুটি উত্তর কলকাতার দিকে উড়ে যায়। কারা চালাল এই ড্রোন? কোথা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল? এই প্রশ্নগুলির উত্তর এখনও অজানা।
আরও পড়ুন: TMC: পাক গোলায় ক্ষতিগ্রস্ত সীমান্ত, স্বজনহারাদের পাশে দাঁড়াতে কাশ্মীর যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল
তদন্ত শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা ও কলকাতা পুলিশ। পাশাপাশি যুক্ত হয়েছে কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলিও। নিরাপত্তার এমন লঙ্ঘন স্বাভাবিকভাবেই বাড়িয়েছে আতঙ্ক।
অনুমতি ছাড়া ড্রোন উড়ান কি কোনও বড় ষড়যন্ত্রের অংশ? (Drone Over Kolkata)
সাধারণত, কলকাতার সংবেদনশীল এলাকায় ড্রোন ওড়াতে হলে পূর্ব অনুমতি বাধ্যতামূলক। এই ক্ষেত্রে কোনও অনুমতি ছাড়াই ড্রোন ওড়ানো হয়েছে, যা প্রশ্ন তোলে — এটি কি কোনও গোয়েন্দা তৎপরতা, না কি বড় কোনও ষড়যন্ত্রের সূচনা?
প্রসঙ্গত, বর্তমানে গোটা শহর জুড়ে নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে, ইস্টার্ন কমান্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে।