ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের শিরোনামে দিল্লি। এবার ফোন চুরি করে খবরের হেডলাইনে রাজধানী। জানা গিয়েছে চাঁদনি চক বাজারে ঘুরছিলেন ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত থিয়েরি মাথৌ (French envoy loses phone)। সেই সময়ে তাঁর মোবাইল ফোন চুরি করে গ্রেফতার হয়েছেন চারজনকে। দিল্লি পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ২০ অক্টোবর ঘটেছে বলে জানা গিয়েছে। সেই সময়ে মাথৌ এবং তার স্ত্রী দীপাবলির আগে দিল্লির এই প্রাণবন্ত বাজারে ঘুরছিলেন।
মাথৌ এবং তার স্ত্রী ২০ অক্টোবর বাজারে বেড়াতে গিয়েছিলেন। সেই সময়তে তাঁর পকেট থেকে মোবাইল ফোন চুরি হয়েছিল বলে তিনি জানিয়েছিলেন।
কী বলছে পুলিস? (French envoy loses phone)
একজন পুলিশ কর্মকর্তার মতে, জৈন মন্দিরের কাছে ফোনটি হারিয়ে যাওয়ার পরেই রাষ্ট্রদূত (French envoy loses phone) একটি ই-অভিযোগ দায়ের করেন। পরের দিন দূতাবাসের তরফ থেকে কর্তৃপক্ষকে অবহিত করে, তদন্তের নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: Tejas Mark-1A Delayed: চাপে বায়ুসেনা! এখনই পাবে না তেজস
কী ভাবে জালে চোর?
পুলিশ এই এলাকা থেকে সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনদের খুঁজে বের করার জন্য দ্রুত একটি দল গঠন করে। ২০ থেকে ২৫ বছর বয়সী চারজন অভিযুক্তকে খুব দ্রুত গ্রেফতার করা হয় এবং চুরি হওয়া মোবাইল ফোনটি সফলভাবে উদ্ধার করা হয়।
কী বলা হয়েছে বিবৃতিতে?
দিল্লি পুলিস একটি বিবৃতিতে জানিয়েছে, “ভারতে ফরাসি রাষ্ট্রদূত ডঃ থিয়েরি ম্যাথৌ ২০ অক্টোবর চাঁদনি চক এলাকায় জৈন মন্দিরের কাছে তার মোবাইল ফোন হারিয়েছেন বলে একটি ই-কমপ্লেন দায়ের করার পরে চারজনকে গ্রেফতার করা হয়েছে। মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে”।
আরও পড়ুন: Terrorist Attack in Jammu and Kashmir: কাশ্মীরে ফের গুলির লড়াই! বাহিনীর হাতে নিহত জঙ্গি
পুলিশের প্রশংসা (French envoy loses phone)
সন্দেহভাজনরা, ট্রান্স-যমুনা এলাকার বাসিন্দারা। তারা বর্তমানে হেফাজতে রয়েছে কারণ এই বিষয়ে আরও তদন্ত চলছে। পুলিশের গৃহীত দ্রুত পদক্ষেপ প্রশংসিত হয়েছে।
মোবাইল ফোনের টাওয়ার ছিনতাইকারী চক্র
এর আগে বুধবার, গুরগাঁও পুলিশ মোবাইল ফোন টাওয়ারগুলি থেকে ব্যয়বহুল রিমোট, রেডিও ইউনিট (RRUs) ভেঙে ফেলা এবং চুরি করার জন্য একটি আন্তঃরাজ্য গ্যাংয়ের সুঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
ধৃত উত্তরপ্রদেশের আমরোহার ওয়াসেপুরের মহম্মদ ফয়জান এবং দিল্লির অরবিন্দ নগরের মহম্মদ কাসিম বর্তমানে গাজিয়াবাদে থাকেন। তারা নির্জন এলাকায় অবস্থিত দুর্বল মোবাইল টাওয়ারগুলি থেকে মূল্যবান সরঞ্জামগুলি রাতের আড়ালে চুরি করতেন। কর্তৃপক্ষ সন্দেহ করে যে চুরি হওয়া RRUs যে মোবাইল টেলিকমিউনিকেশন সিগন্যাল ট্রান্সমিশনের জন্য গুরুত্বপূর্ণ সেগুলি বিদেশে পাচার করা হচ্ছে। ভারতে, একটি RRU-এর দাম ১০ লাখ টাকা পর্যন্ত হতে পারে।