ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অবসরের সময় আসন্ন। আজ শীর্ষ আদালতে এজলাসে শেষ বার বসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud)। আগামী ১০ নভেম্বর অবসর গ্রহণের দিন তাঁর। তার আগে শুক্রবারই শেষ কর্মদিবস বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের।
শেষ দিনে তাঁর এজলাসে মোট ৪৭টি মামলা তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মামলার রায়। সেটিকে কি সংখ্যালঘুদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা হবে? প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ শুক্রবার এই মামলার রায় জানাবে। এ ছাড়া আরও বেশ কয়েকটি মামলায় আজ রায় দেবে প্রধান বিচারপতির বেঞ্চ।
আর পড়ুন: বছরের মাঝেই খুইয়েছেন চাকরি! এবার বেঙ্গালুরুর কফিশপে ঘুরছেন প্রধানমন্ত্রী
২০২২ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে যোগ দিয়েছিলেন ডিওয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud)। টানা দু’বছর শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্বভার সামলেছেন তিনি। ১০ নভেম্বর তাঁর মেয়াদ শেষ হচ্ছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতিরা ৬৫ বছর বয়সে অবসর গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী, অবসরের আগে উত্তরসূরীর নাম সুপারিশ করেন প্রধান বিচারপতি। কেন্দ্র সেই নামে অনুমোদন দিলে তিনি পরবর্তী প্রধান বিচারপতি হন।
মেয়াদ শেষের আগে নিয়মাফিক শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সঞ্জীব খান্নার নামই সুপারিশ করেছিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়(CJI DY Chandrachud)। তাঁর উত্তরসূরি হিসাবে বিচারপতি খন্নার নিয়োগে বৃহস্পতিবার সবুজ সঙ্কেত দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১১ নভেম্বর শীর্ষ আদালতের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
আর পড়ুন: বিধানসভায় মারপিট বিধায়কদের! মুলতুবি অধিবেশন
২০২৫ সালের ১৩ মে পর্যন্ত বিচারপতি সঞ্জীব খান্নার হাতেই থাকবে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির দায়িত্বভার। ১৩ মে অবসর গ্রহণ করবেন বিচারপতি খন্না। সেই হিসেবে ১৮৩ দিন অর্থাত্ ছ’মাসের কিছু বেশি সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন তিনি।