ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ মাঘ মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি(Friday Lucky Zodiacs)। চাঁদ মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। মাঘ মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। বিকেল ৪টে ১০ মিনিট পর্যন্ত প্রতিপদ তিথি থাকবে। তারপর মাঘ শুক্লা তৃতীয়া তিথি শুরু হবে। প্রথমে থাকবে শতভিষা ও পরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব। জ্যোতিষ গণনা অনুসারে আজ বরিয়ান যোগ ও পরিঘ যোগের প্রভাবও থাকবে। এই সব যোগের প্রভাবে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ। জ্যোতিষ গণনা অনুসারে এই রাজযোগের ফলে প্রচুর ভাগ্যবান হতে চলেছে এই পাঁচ রাশির জাতকেরা। জেনে নিন এই পাঁচ রাশি কী কী।
ধনু রাশি (Friday Lucky Zodiacs)
আগামিকাল বরিয়ান যোগের শুভ প্রভাবে ভাগ্য খুলে যাবে ধনু রাশির জাতকদের(Friday Lucky Zodiacs)। শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্ক আগের থেকে উন্নত হবে। আগামিকাল পাওনা টাকা ফেরত পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সব ঝামেলা মিটে গিয়ে সংসারে সুখ ও শান্তির পরিবেশ ফিরে আসবে। কাল শুক্রবার সম্পত্তি কেনার সুযোগ পাবেন ধনু রাশির জাতকরা।

মিথুন রাশি (Friday Lucky Zodiacs)
কর্মক্ষেত্রে কাল সব কাজ মিথুন রাশির জাতকদের পছন্দ অনুসারে হবে(Friday Lucky Zodiacs)। অফিসে কাজের পরিবেশ আপনার জন্য অনুকূল থাকবে। কাল কাজে আরও বেশি করে মনোযোগ দিতে পারবেন। কাল মা লক্ষ্মীর কৃপায় সুখ সৌভাগ্য উপচে পড়বে মিথুন রাশির জাতকদের রাশির জীবনে। ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো ফল করবেন। কাল আপনার দাম্পত্য জীবনে সুখ থাকবে।

আরও পড়ুন:Astrology Prediction: দেবী শক্তির আশীর্বাদে অতিক্রম করবেন সব বাধা, হাতে আসবে সাফল্যের চাবিকাঠি
মীন রাশি
কালকের দিনটি লাভজনক হতে চলেছে মীন রাশির জাতকদের জন্য। সবার সঙ্গে আনন্দ করে কালকের দিনটি কাটাতে পারবেন। ব্যবসার দিক থেকেও কাল শুক্রবার আপনার জন্য শুভ হবে। পরিঘ যোগের শুভ প্রভাবে কর্মক্ষেত্রের পরিবেশ অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে বস ও সহকর্মীদের থেকে সাহায্য পাবেন মীন রাশির জাতকরা(Friday Lucky Zodiacs)। মা লক্ষ্মীর কৃপায় কাল কোনও নতুন কাজের প্রস্তাব পেতে পারেন।

মেষ রাশি
কাল ৩১ জানুয়ারি মালব্য রাজযোগের প্রভাবে মা লক্ষ্মীর আশীর্বাদে ভাগ্য খুলে যাবে মেষ রাশির জাতকদের। পেশাগত জীবনে কাল বড় উন্নতি করতে পাবেন এবং নিজের আর্থিক অবস্থা অনেকটাই মজবুত করে নিতে পারবেন। কাল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। সংসারে সুখের পরিবেশ বজায় থাকবে। ব্যবসা থেকে মোটা টাকা মুনাফা করবেন মেষ রাশির জাতকরা।

আরও পড়ুন:Vastu Dosh: আপনার বাড়িতে বাস্তু দোষ আছে বুঝবেন কী উপায়ে?
বৃশ্চিক রাশি
কাল শুক্রবারে নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। এই ব্যবসা আপনার ভবিষ্যতকে সুরক্ষিত করে তুলবে। কাল সন্ধেবেলা পরিবারের সবাই মিলে আপনাকে সারপ্রাইজ পার্টি দিতে পারেন। কাল অনেক দিন পর পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। এর ফলে মনে ভরপুর আনন্দ থাকবে বৃশ্চিক রাশির জাতকদের। নিজের সব কাজ সম্পূর্ণ করতে পারবেন।
