ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১৮ এপ্রিল ২০২৫ শুক্রবার (Friday Lucky Zodiacs) চাঁদ বৃশ্চিক ছেড়ে ধনু রাশিতে গোচর করবে। বৈদিক পঞ্জিকা বলছে আজ বৈশাখ কৃষ্ণা পঞ্চমী তিথি। জ্যোতিষ গণনা অনুসারে আজ পরিঘ যোগ ও শিব যোগের প্রভাব থাকবে। আজ থাকবে জ্যেষ্ঠা নক্ষত্র ও মূল নক্ষত্রের প্রভাব। এই সব যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে। জেনে নিন জ্যোতিষ গণনা অনুসারে আজ কোন কোন রাশির জাতকরা জীবনে প্রচুর সুখ সাফল্য লাভ করবেন।
মকর রাশি (Friday Lucky Zodiacs)
শিব যোগের শুভ প্রভাব পাবেন মকর রাশির জাতকরা। আচমকা বেশ কিছু টাকা আপনার হাতে আসবে (Friday Lucky Zodiacs)। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ হতে পারে। অফিসে কোনও সুখবর পেতে পারেন। পুরোনো কোনও অসুখ থাকলে আপনার শরীর অনেকটাই ভালো হবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ কাজের দায়িত্ব ও পদ লাভ করতে পারেন।

সিংহ রাশি (Friday Lucky Zodiacs)
১৮ এপ্রিল দিনটি সাফল্যে ভরা হবে সিংহ রাশির জাতকদের জন্য (Friday Lucky Zodiacs)। সিংহের জাতক ব্যবসায়ীরা মোটা টাকা লাভ করতে পারবেন। বিনিয়োগ করার ঝোঁক বাড়বে। পরিঘ যোগের প্রভাবে নিজের ভবিষ্যত্কে সুরক্ষিত করার জন্য কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। অফিসে সহকর্মী ও বসের সঙ্গে সম্পর্ক বেশ ভালো থাকবে।

মেষ রাশি
১৮ এপ্রিল দিনটি অত্যন্ত লাভজনক হতে চলেছে মেষ রাশির জাতকদের জন্য। আপনার মন পজ়িটিভ চিন্তায় পরিপূর্ণ থাকবে। কোনও নতুন কাজ করার উদ্যোগ নেবেন। নিজের চিন্তা ও কাজ দিয়ে বড় সাফল্য লাভ করার যোগ আছে। উপার্জন অনেকটাই বাড়বে মেষ রাশির জাতকদের। কেরিয়ারেও বিশেষ উন্নতি করার সম্ভাবনা আছে।

আরও পড়ুন: K2-18 b Atmosphere: পৃথিবীর বাইরেও কি প্রাণের অস্তিত্ব? যুগান্তকারী আবিষ্কারে নতুন সম্ভাবনার ইঙ্গিত!
তুলা রাশি
পরিঘ যোগে ধন লাভ হওয়ার সম্ভাবনা আছে তুলা রাশির জাতকদের। স্থাবর ও অস্থাবর সম্পত্তি লাভ করার যোগ আছে। আটকে থাকা টাকা লক্ষ্মীর আশীর্বাদে ফেরত পেতে পারেন তুলা রাশির জাতকরা। আত্মীয়দের থেকে কোনও সুখবর পেতে পারেন। নিজের কেরিয়ার সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। ভালো চাকরির প্রস্তাব পেতে পারেন।

মিথুন রাশি
দিনটি বেশ লাভজনক হতে চলেছে মিথুন রাশির জাতকদের জন্য। পেশাগত জীবনে বিশেষ সাফল্য অর্জন করতে পারবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে মিথুন রাশির জাতকদের উপর। নিজের ইচ্ছেশক্তির জোরে অনেক চ্য়ালেঞ্জ অতিক্রম করতে পারবেন। পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে ব্যালান্স বজায় থাকবে মিথুন রাশির জাতকদের।
