ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মানবদেহের গঠন উপাদান হিসেবেও প্রোটিনের(Fruits For Protein) ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রোটিন একটি অপরিহার্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যা দীর্ঘ সময় ধরে পেট ভরিয়ে রাখতে পারে। এর ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে এবং ওজন হ্রাস পায়। কিছু ফলও প্রোটিনের ভালো উৎস। প্রোটিন ডায়েট করে যাঁরা ওজন কমানোর লক্ষ্যে নেমেছেন, তাঁরা খাদ্যতালিকায় রাখতে পারেন এই কয়েকটি ফলগুলো।
শরীরের জন্য প্রোটিন (Fruits For Protein)
ওজন কমানোর পাশাপাশি প্রোটিন পেশীর ভর বৃদ্ধি করে, হাড়ের স্বাস্থ্য উন্নত করে, বিপাক বৃদ্ধি করে এবং রক্তচাপ কমায়। ডিম, মুরগির মাংস, মাছ, বাদাম, ছানা, মসুর ডাল, কুইনোয়া এবং দুগ্ধজাত পণ্য প্রোটিনের ভালো উৎস। অনেকে তাঁদের দৈনন্দিন প্রোটিনের চাহিদা পূরণের জন্য প্রোটিন পাউডার গ্রহণ করে থাকেন। যা অনেকক্ষেত্রে খারাপ প্রভাব ফেলে শরীরে। বরং খাদ্যতালিকায় এই ফল গুলো রাখতে পারেন প্রোটিনের জন্য(Fruits For Protein)। জেনে নিন কোন কোন ফলে মিলবে অনেক প্রোটিন।
কলা (Fruits For Protein)
কলা একটি সহজলভ্য এবং অত্যন্ত পুষ্টিকর ফল। এটি পটাশিয়ামের একটি দারুণ উৎস। খাদ্যতালিকায় প্রোটিন, ভিটামিন বি ৬, ভিটামিন সি, ফাইবার, ফোলেট এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ একসঙ্গে রাখতে হলে দিনের শুরুটা করতে পারেন কলা খেয়ে(Fruits For Protein)।

আরও পড়ুন:Makhana Benefits: শরীরের জন্য ভীষণ উপকারী মাখানা, জানুন কীভাবে খাবেন
পেয়ারা
পেয়ারা হলো সবচেয়ে বেশি প্রোটিন সমৃদ্ধ ফলের মধ্যে একটি(Fruits For Protein)। এক টুকরো পেয়ারায় প্রায় ১.৪ গ্রাম প্রোটিন থাকে। পেয়ারা ভিটামিন সি-এর একটি চমৎকার উৎস। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

বেদানা
পুষ্টিগুণে পরিপূর্ণ বেদানায় ক্যালোরির পরিমাণ বেশ কম। এ ছাড়াও এতে রয়েছে ফাইবার, ভিটামিন এবং খনিজ পদার্থ। বেদানাও প্রোটিনের একটি ভালো উৎস।

কাঁঠাল
প্রোটিন, ফাইবার, ভিটামিন এ, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের একটি অসাধারণ উৎস হলো কাঁঠাল। ডায়াবিটিস নিয়ন্ত্রণে এর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন:Gut Health: পেটের গণ্ডগোল দূর করতে খান এই প্রোবায়োটিক খাবারগুলো
কিউই
কিউইও প্রোটিনের একটি ভালো উৎস। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজমশক্তি উন্নত করতে, ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এবং রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।

অ্যাপ্রিকট
খাদ্যতালিকায় রাখতে পারেন অ্যাপ্রিকট বা খোবানি। মিষ্টি খেতে যাঁরা ভালোবাসেন তাঁরা সুস্বাদু মিঠে স্বাদের শুকনো খোবানি দিয়ে প্রাতঃরাশ শুরু করতে পারেন। তাতে পেট ভরবে, আবার মিষ্টির লোভও মিটবে। স্মুদি, স্যালাড, ট্রেইল মিক্সে শুকনো খোবানি মিশিয়ে খেতে পারেন।
