ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি(GAIL Recruitment) করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল ইন্ডিয়া লিমিটেড। গত সোমবার সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিযুক্ত প্রার্থীদের কাজের সুযোগ করে দেওয়া হবে সংস্থার বিভিন্ন ক্ষেত্রে। গত সোমবার থেকে অনলাইনে শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। কীভাবে করবেন আবেদন, কী যোগ্যতা থাকতে হবে, কোন পদে হবে নিয়োগ, মোট শূন্য পদের সংখ্যা কত। সেই সংক্রান্ত সমস্ত তথ্য জানুন এই প্রতিবেদন থেকে।
নিয়োগকারী সংস্থা (GAIL Recruitment)
নিয়োগকারী সংস্থা হল গেইল ইন্ডিয়া লিমিটেড(GAIL Recruitment)। একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছেন এই সংস্থা।
কোন কোন পদে হবে নিয়োগ (GAIL Recruitment)
বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থায় এগজ়িকিউটিভ ট্রেনি বা শিক্ষানবিশ পদে কেমিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল-সহ অন্য ক্ষেত্রে আবেদন জানানো যাবে(GAIL Recruitment)।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড পাওয়ার/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে নূন্যতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতক উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এগজ়িকিউটিভ ট্রেনি (ইলেক্ট্রিক্যাল) পদে। অন্যান্য পদে যোগ্যতার মাপকাঠি ভিন্ন। যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত জানার জন্য মূল বিজ্ঞপ্তি পড়ুন।
আরও পড়ুন: NPCIL Recruitment: কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে NPCIL, জানুন কীভাবে করবেন আবেদন
মোট শূন্য পদের সংখ্যা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মোট ৭৩ জন প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে বিভিন্ন পদের জন্য।
বয়স
সর্বোচ্চ ২৬ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা।
বেতন
সংস্থায় নিযুক্ত প্রার্থীদের বেতনক্রম থাকবে মাসিক ৬০,০০০-১,৮০,০০০ টাকা।
আরও পড়ুন: Indian Post Recruitment: পরীক্ষা ছাড়াই ডাক বিভাগে চাকরির সুযোগ, কীভাবে কবেন আবেদন?
নিয়োগ পদ্ধতি
সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে চলতি বছরে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)-এ প্রার্থীর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে। ১ বছর ধরে নিযুক্ত প্রার্থীদের দেওয়া হবে প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে দেশের (India) বিভিন্ন প্রান্তে স্থায়ীভাবে কাজের সুযোগ পাবেন প্রার্থীরা।
আবেদন পদ্ধতি
সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনে আবেদন জানাতে হবে প্রার্থীদের(GAIL Recruitment)। আবেদন জানানোর সময় উল্লেখ করতে হবে গেট-রেজিস্ট্রেশন নম্বর।
আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ হল ১৮ ই মার্চ, ২০২৫। আপনি যদি এই পদ গুলোর জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে এই তারিখের মধ্যে নিজের আবেদন সম্পূর্ণ করুন।