ট্রাইব টিভি বাংলা ডিজিট্যাল: আস্ট্রেলিয়া সফরে চেতেশ্বর পুজারাকে দলে চেয়েছিলেন কোচ গৌতম গম্ভীর (Gambhir-Pujara)। কিন্তু নির্বাচক দল তথা বিসিসিআই (BCCI) নিতে রাজি হননি পুজারাকে। ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এমন তথ্য মেলে। মেলবোর্ন টেস্ট হেরে অস্ট্রেলিয়ার থেকে পিছিয়ে পরার পর এমন বিতর্কিত তথ্য সামনে আসে। ম্যাচ হেরে যাওয়ার পর দলের ব্যাটম্যানদের উদ্দেশ্যে কড়া বক্তব্য রাখেন গৌতম গম্ভির।জানা যায় গ্রীন রুমেই রেগে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেন তিনি।
টেস্ট ক্রিকেটে দাপুটে পূজারা (Gambhir- Pujara)
টেস্ট ক্রিকেট তথা অস্ট্রেলিয়ার মাটিতে পুজারা (Gambhir-Pujara) অত্যন্ত দাপটের সঙ্গে নিজের দক্ষতা দেখিয়েছিলেন। ২০১৮-১৯ সিরিজে ৫২১ রান করে ভারতের সর্বাধিক রান প্রাপক ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৭.২৮ গড়ে ১১ ম্যাচে ৯৯৩ রান করেছিলেন। এছাড়াও অক্টোবরের রঞ্জি ট্রফিতে ছিল ডবল সেঞ্চুরি।তাই এই ম্যাচে পুজারার থাকাটা জরুরী মনে করেছেন গম্ভীর।
জাতীয় দল থেকে সরে আছেন পুজারা (Gambhir- Pujara)
১০০ টির বেশি টেস্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন পুজারা (Gambhir-Pujara)। ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে জাতীয় দল থেকে সরে আছেন তিনি।যদিও WTC ফাইনালে ভারত যখন অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় সেই ইনিংসে পুজারা মাত্র রান করেছিলেন ১৪ এবং ২৭।
আরও পড়ুন: Yashasvi Jaiswal Wicket: জশস্বী জয়সওয়ালের বিতর্কিত আউট প্রসঙ্গে কী বললেন মাইকেল ভন?
গ্রীনরুমে মেজাজ হারান গম্ভীর
বর্ডার গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্টে হেরে সিরিজে পিছিয়ে পড়ার পর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তা কঠিন হয়েছে ভারতের জন্য (Gambhir-Pujara)। রান করতে পারছেন না রোহিত বিরাট। জানা যায় ম্যাচ হেরে যাওয়ার পর ড্রেসিং রুমেই মেজাজ হারান গম্ভীর। নিজের দল নিয়ে হতাশ তিনি। তাই প্রথম টেস্টের পর ৩৬ বছর বয়সী অভিজ্ঞ ক্রিকেটার পুজারাকে দলে রাখতে চেয়েছিলেন গম্ভীর (Gambhir-Pujara)।
আরও পড়ুন: Rohit Sharma: ভারতের অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানের পরাজয়, “মানসিকভাবে বিপর্যস্ত” জানালেন রোহিত
বোলার জশ হেজেল উডের মন্তব্য
প্রতিপক্ষ দলের বোলার জশ হেজেলউড বর্ডার গাভাস্কর ট্রফি শুরুর আগে পুজারার পারফর্মেন্সের অত্যন্ত প্রশংসা করেন। তিনি বলেন পুজারা ২০২৪-২৫ সিরিজে খেলছেন না তাতে তিনি খুশি। তিনি বলেন, “আমি খুশি যে চেতেশ্বর পুজারা এখানে নেই। ও এমন একজন যে সময় নিয়ে ব্যাট করেন এবং ক্রিজে অনেক সময় ব্যয় করেন। আপনাকে প্রতিবার তাঁর উইকেট অর্জন করতে হবে। অস্ট্রেলিয়ার আগের সফরে সে ভালো খেলেছে। আমি বলতে চাইছি যে তাদের দলে সবসময় ভালো তরুণ খেলয়াররা উঠে আসছে।“