Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাত পেরোলেই শুভ গণেশ (Ganesh Chaturthi) চতুর্থী। ২০২৫ সালের গণেশ চতুর্থী নিয়ে জ্যোতিষ ও পুরাণ বিশারদরা বলছেন, এ বছর এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বহু বছর পর একসঙ্গে ঘটতে চলেছে একাধিক শুভ যোগ। এর ফলে কিছু রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় রকমের ইতিবাচক পরিবর্তন।
গজানন শ্রীগণেশের আবির্ভাব (Ganesh Chaturthi)
শাস্ত্র মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গজানন শ্রীগণেশের (Ganesh Chaturthi) আবির্ভাব ঘটে। এই দিনকে গণেশের জন্মতিথি বলেই মানা হয়। স্কন্দপুরাণ ও শিবপুরাণ অনুযায়ী, এই তিথিতে ব্রত পালন করলে এবং যথাবিধি পুজো করলে ভক্তদের জীবনে আসে বাধাহীন সাফল্য ও সৌভাগ্য।
৫০০ বছরের একটি বিরল যোগ (Ganesh Chaturthi)
চলতি বছরে চতুর্থী তিথি পড়েছে ২৬ ও ২৭ অগস্ট-এই দু’দিনেই (Ganesh Chaturthi) । পঞ্জিকা মতে, ২৬ অগস্ট দুপুর ১টা ৫৬ মিনিট থেকে শুরু হয়ে ২৭ অগস্ট দুপুর ৩টে ৪৫ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি। ফলে ২৭ অগস্ট, বুধবার, গণেশপুজোর জন্য প্রধান দিন হিসেবে ধরা হচ্ছে। অন্যদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ীও চতুর্থী তিথির সময়কাল প্রায় একই -যা ৫০০ বছরের মধ্যে একটি বিরল যোগ।
জীবনে অভাবনীয় পরিবর্তন
এই বছরের গণেশ চতুর্থী বিশেষ হয়ে উঠেছে গ্রহ-নক্ষত্রের এক অসাধারণ সংমিশ্রণে। এবারে একাধিক শুভ যোগ যেমন সর্বার্থ সিদ্ধি যোগ, প্রীতি যোগ, রবি যোগ, ইন্দ্র যোগ এবং ব্রহ্ম যোগ এই তিথিতে একসঙ্গে উপস্থিত। এই বিরল গ্রহ-যোগ ৫০০ বছরে একবার হয় এবং এর প্রভাবে কিছু রাশির জাতকের জীবনে অভাবনীয় পরিবর্তন ঘটতে পারে।

আরও পড়ুন: Ganesh Chaturthi Tips: গণেশ আরাধনায় মেনে চলুন কিছু টিপস, দুর্ভাগ্য কাটিয়ে আসবে শুভ সময়
বিশেষজ্ঞদের মতে, এই সমস্ত যোগের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, কিছু রাশির মানুষের জীবনে উন্নতির নতুন দরজা খুলে যেতে পারে। কর্মক্ষেত্রে সফলতা, আর্থিক উন্নতি এবং পারিবারিক শান্তি-সব মিলিয়ে একটি দুর্দান্ত সময়ের সূচনা হতে চলেছে।