To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এই বছর ২৭ অগস্ট, বুধবার পালিত হবে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi Tips)। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা হয়। এই দিনকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয়, বিশেষ করে যদি বাড়িতে নিজে হাতে পুজো করা হয়। জ্যোতিষ মতে, ঘরোয়া গণেশপুজোর সময় কয়েকটি নির্দিষ্ট টোটকা পালন করলে জীবনে সাফল্য, শান্তি ও ধনসম্পদ বৃদ্ধি পায়।
পুজোর সময় মেনে চলুন এই নিয়মগুলি (Ganesh Chaturthi Tips)
- ১. গণেশ যন্ত্র স্থাপন করুন:
গৃহস্থ ঘরে গণেশ পুজোর সময় গণেশ যন্ত্র স্থাপন করলে শুভ ফল পাওয়া যায় (Ganesh Chaturthi Tips)। এটি ঘরে পজিটিভ শক্তি নিয়ে আসে এবং বাধাবিঘ্ন দূর করে। - ২. সাফল্যের জন্য লাড্ডু ও উপচার অর্পণ:
পুজোর দিন একটি পাত্রে দু’টি বোঁদের লাড্ডু, একটি লবঙ্গ ও একটি সুপারি রেখে গণেশ ঠাকুরকে নিবেদন করুন। এটি যেকোনও কাজে সাফল্য লাভে সহায়ক। - ৩. দূর্বা ও সিঁদুর সহযোগে নিবেদন:
গণেশকে ২১টি দূর্বা (দোয়া ঘাস), সামান্য হলুদ ও সিঁদুর মিশিয়ে নিবেদন করুন। গণেশের পুজোয় দূর্বা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি তাঁর অত্যন্ত প্রিয়। - ৪. ঋদ্ধি ও সিদ্ধির প্রতীক রাখুন:
পুজোর আসনে গণেশের ডান ও বাঁ পাশে দুটি সুপারি রেখে, সেগুলিকে ঋদ্ধি ও সিদ্ধি রূপে মানা হয়। এই উপায়ে পারিবারিক সমৃদ্ধি বজায় থাকে বলে বিশ্বাস। - ৫. মন্ত্র জপ অত্যাবশ্যক:
“ওম গণ গণপতয়ে নমঃ”-এই মন্ত্রটি পুজোর সময় বারবার জপ করুন। এতে মানসিক শান্তি আসে এবং সাধনা পূর্ণতা পায়।
আরও পড়ুন: Learn to Say No: সম্পর্ক যত ঘনিষ্ঠই হোক, ‘না’ বলতে শিখুন!
- ৬. শমীপত্র নিবেদন করুন: (Ganesh Chaturthi Tips)
গণেশের প্রিয় শমী গাছের পাতা এই দিনে নিবেদন করা অত্যন্ত শুভ (Ganesh Chaturthi Tips)। এটি কুপ্রভাব দূর করে, এমনটাই মনে করেন জ্যোতিষীরা। - ৭. চাল দিয়ে চরণ সেবা:
কাঁচা আতপ চাল কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে গণেশের চরণে অর্পণ করলে তাঁর আশীর্বাদ লাভ হয়। - ৮. গুড়-ঘি নৈবেদ্য গরুকে দান করুন:
গণেশকে গুড় ও খাঁটি ঘি নিবেদন করে পরে গরুকে খাওয়ালে আর্থিক বাধা ও কষ্ট দূর হয় বলে বিশ্বাস করা হয়।

- ৯. উপবাস ও নিরামিষ আহার:
যাঁরা উপবাস করবেন, তাঁরা সকালে স্নান করে ঘরে নিরামিষ আহার প্রস্তুত রাখবেন এবং সারাদিন ভক্তিভরে সময় কাটাবেন। - ১০. মোদক ও হলুদ মিষ্টি নিবেদন করুন:
গণেশের প্রিয় মোদক পুজোয় অবশ্যই দিন। এছাড়া হলুদ রঙের যে কোনও মিষ্টিও নৈবেদ্য হিসেবে দেওয়া যায়।