ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তরপ্রদেশের (Varanasi Incident) এক দ্বাদশ শ্রেণির ছাত্রীকে সাতদিন ধরে গণধর্ষণের অভিযোগ উঠল ২৩ জনের বিরুদ্ধে। গত ২৯ মার্চ ওই তরুণীকে এক বন্ধু হুকা বারে নিয়ে যায় বলে দাবি করেছে নির্যাতিতার পরিবার। এরপর ৪ এপ্রিল পুলিশে নিখোঁজ ডায়রি করে তারা। সেদিনই ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তাদের মধ্যে ১১ জন অজ্ঞাতপরিচয়। ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
নিজের ইচ্ছেতেই গিয়েছিলেন হুক্কাবারে (Varanasi Incident)
উত্তরপ্রদেশের (Varanasi Incident) একটি কলেজে স্পোর্টস কোটায় ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ওই যুবতী। সেদিনও তিনি রান প্র্যাকটিস করতে যাচ্ছিলেন। তখনই বন্ধুর সঙ্গে যান। এক তদন্তকারী বলেন, ‘ওই যুবতী জানিয়েছেন, ২৯ মার্চ বন্ধুর সঙ্গে নিজের ইচ্ছেতেই গিয়েছিলেন হুক্কাবারে। তবে সেই বারে আরও কয়েকজন যোগ দেয়। তাঁরা ঠান্ডা পানীয়তে মাদক মিশিয়ে খাইয়ে দেন যুবতীকে। তারপর সিগরা এলাকার নানা হোটেলে নিয়ে যান। সেই সব হোটেলেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ (Varanasi Incident)
মাদকের প্রভাবে প্রায় অচেতন হয়ে পড়েন তরুণী (Varanasi Incident)। এর পর সাত দিন ধরে সিগ্রা এলাকার বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে তাঁকে একে একে ধর্ষণ করেন অন্তত ২৩ জন যুবক। অভিযুক্তদের মধ্যে কয়েক জন তরুণীর পূর্বপরিচিত ছিলেন বলেও জানিয়েছে পুলিশ। ছিলেন তরুণীর সমাজমাধ্যমের বন্ধু ও সহপাঠীরাও। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। তদন্তে নেমে প্রাথমিক ভাবে ছ’জনকে আটক করেছে পুলিশ। হুক্কা বারের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ।
৬ জনকে গ্রেফতার করা হয়েছে
লাকার ডিসিপি চন্দ্রকান্ত মীনা বলেন, ‘‘তরুণী প্রথমে স্বেচ্ছায় তাঁর বন্ধুর সঙ্গে গিয়েছিলেন। কিন্তু বন্ধুরাই তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। ৪ এপ্রিল তাঁকে খুঁজে পাওয়া যায়। এর পর ৬ এপ্রিল লালপুর থানায় অভিযোগ করেন নির্যাতিতা।’’ অভিযোগের ভিত্তিতে, ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। দোষীদের খোঁজে তল্লাশি চলছে। এক পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, যুবতী নাবালিকা নন। তাঁর বয়স ১৮-এর বেশি। তাঁর মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তাদের মধ্যে ১১ জন অজ্ঞাতপরিচয়। ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।