Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর বিধানসভা এলাকায় বেহাল কাঠের সেতু। জীবনের ঝুঁকি নিয়ে নিত্য যাতায়াত করতে হয় এলাকাবাসীদের। এমনই ছবি দেখা গেল গঙ্গাসাগরের (Gangasagar) মধ্যপাড়া এলাকায়।
ভোট আসে ভোট যায়, ভোটের সময় নানান প্রতিশ্রুতি রাজনৈতিক নেতাদের মুখ থেকে ঝরে পড়ে। কিন্তু ভোট মিটে গেলে সেই রাজনৈতিক দলের নেতাদের আর টিকি টুকুও দেখা যায় না এলাকায়। গ্রামবাসীদের সমস্যার সমাধান আদৌ হয় না কিন্তু ভোট শেষ হয়ে যায়। গ্রামবাসীরা সমস্যা নিয়ে যে তিমিরে পড়েছিল সেই তিমিরেই পড়ে থাকে। এলাকাবাসীদের সেই দুর্ভোগ পোহাতে হয় বছরের পর বছর। ঠিক তেমনই ছবি ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরার (Bankim Chandra Hazra) নিজের ব্লকে (Gangasagar)।
মন্ত্রীর এলাকায় বেহাল সেতু (Gangasagar)
বেশ কয়েক বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে গঙ্গাসাগরের (Gangasagar) মধ্যপাড়া এলাকার সূর্যবিন্দা খালের কাঠের সেতু। জীবনের ঝুঁকি নিয়ে সেই সেতু দিয়েই নিত্য যাতায়াত করেন গ্রামবাসীরা। কাঠের এই ভাঙা সেতুর কারণে, প্রায়ই ঘটে দুর্ঘটনাও। দীর্ঘদিনের এই সমস্যার কথা ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনকে জানিয়ে কোন রকম সুরাহা হয়নি, এমনটাই দাবি করছে এলাকাবাসীরা।
আরও পড়ুন: Anganwadi QR Code: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নয়া সিস্টেম! উপভোক্তাদের জন্য থাকছে QR Code
জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত (Gangasagar)
প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় কাজে এই সেতুই ভরসা এলাকাবাসীদের। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় এই সেতু পড়ে থাকার কারণে অসুবিধার মধ্যে পড়েছে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগীর পরিবারের লোকজন। এ বিষয়ে গঙ্গাসাগরের (Gangasagar) এক বাসিন্দা সুফল দাস তিনি জানান, বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই কাঠের সেতু, প্রশাসনের কোনো হেলদোল নেই। যে কোন মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। সেতু এবং রাস্তাঘাট বেহাল থাকার জন্য খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকাবাসীদের। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগীর যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় এলাকাবাসীদের। এই সমস্যা সমাধানের দ্রুত চেষ্টা করুক ব্লক প্রশাসন এমনটাই দাবি এলাকাবাসীদের।
বিরোধীদের কটাক্ষ
অন্যদিকে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এই সেতু সংস্কারের দাবি নিয়ে রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। এ বিষয়ে বিজেপি মথুরাপুর সাংগঠনিক জেলা সম্পাদক অরুণাভ দাস জানান, গঙ্গাসাগরের সূর্য বিন্দা খালের ওপর যে কাঠের সেতু দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। যে কোন মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের যোগাযোগ স্থাপন করে এই সেতু, শিশু শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে সেতুর ওপারে। কার্যত জীবনের ঝুঁকি নিয়ে এলাকাবাসীদের প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করতে হয়। বেহাল অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এই সেতু রাজ্যের মন্ত্রীর তাও ঘুম ভাঙছে না।
আরও পড়ুন: Bhasha Mela: ভাষার ক্ষমতায়নের উদ্যোগ রাজ্য সরকারের, আয়োজিত হল ভাষা মেলা ২০২৪
প্রশাসনের আশ্বাস
যদিও এই বিষয়ে গঙ্গাসাগর বকখালি ডেভলপমেন্ট অথরিটি ভাইস চেয়ারম্যান এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র এই সমস্যার কথা স্বীকার করে জানান, সত্যি এই সূর্যবিন্দা খালের ওপর যে কাঠের সেতু রয়েছে সেই সেতু বেহাল অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই সেতু সংস্কার এবং কংক্রিটের সেতু নির্মাণের জন্য একটি প্রপোজাল পাঠানো হয়েছে। যাতে খুব দ্রুততার সাথে কংক্রিটের ঢালাই রাস্তা এবং সেতু ওই এলাকায় নির্মাণ করা যায় সেই লক্ষে পদক্ষেপ নেওয়া তবে বলে জানানো হয়েছে।
এলাকাবাসীরা চাতক পাখির মতন চেয়ে রয়েছে কবে তাদের সমস্যার সমাধান হবে, প্রশাসনের হস্তক্ষেপে কবে সংস্কার হবে ওই কাঠের সেতু। কবে বন্ধ হবে ঝুঁকির যাতায়াত? সেদিকেই তাকিয়ে রয়েছে কয়েকশো পরিবার।