ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হিন্ডেনবার্গ রিপোর্টের পর এবার নয়া বিপাকে আদানি গ্রুপের চেয়ারপার্সন গৌতম আদানি (Gautam Adani)। ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আমেরিকায়। অভিযোগ, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। ভারতীয় মুদ্রায় যা ২২০০ কোটি টাকারও বেশি। এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মার্কিন প্রশাসন। আদানিকে গ্রেফতারের দাবি করেছেন রাহুল গান্ধীও।
২ হাজার ২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে শুধু গৌতম (Gautam Adani) নন, একই অভিযোগে অভিযুক্ত তাঁর ভাইপো সাগর আদানিও। এছাড়াও আরও কয়েকজন ভারতীয় ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভারতের যে সৌর বিদ্যুৎ প্রকল্পের কথা বলা হচ্ছে তা থেকে ২০ বছরে ২০০ কোটি ডলার পর্যন্ত লাভ করা সম্ভব হত। এই প্রকল্পের জন্যই আমেরিকা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে টাকা তুলেছিল আদানি গোষ্ঠী বলে দাবি। মোটা অঙ্কের ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়ে বিলিয়ন ডলারের চুক্তি করা হয়েছিল বলেও অভিযোগ তোলা হয়েছে।
আরও পড়ুন: UP Bypolls 2024: বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই যোগীরাজ্যে ভোট, সাসপেন্ড ৭ পুলিশ
আরও পড়ুন: Manipur Chaos: জনজাতি-মেইতি সংঘর্ষে উত্তপ্ত মণিপুর, বাড়ল বাহিনীর সংখ্যা
গৌতম এবং সাগর আদানি ছাড়াও ‘আদানি গ্রিন এনার্জি লিমিটেড’ এবং ‘আজিউর পাওয়ার গ্লোবাল লিমিটেড’কেও এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। বাকি অভিযুক্তের মধ্যে রয়েছেন ‘আদানি গ্রিন এনার্জি লিমিটেড’-এর সিইও বিনীত জৈন, রঞ্জিত গুপ্ত, রূপেশ আগরওয়াল, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নাগরিক সিরিল ক্যাবানেস, সৌরভ আগরওয়াল এবং দীপক মালহোত্রা।
সূত্রের খবর, সাগর আদানি নাকি নিজের ফোন ব্যবহার করেই ঘুষ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপরে নজর রাখতেন। এদিকে ঘুষ সংক্রান্ত নথির ছবি তুলতে নিজের ফোন ব্যবহার করেছিলেন বিনীত জৈন। এদিকে রূপেশ আগরওয়াল নাকি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং এক্সেল শিটের মাধ্যমে ঘুষ সংক্রান্ত তথ্য ভাগ করে নিতেন অন্যান্য অভিযুক্তের সঙ্গে। এদিকে ঘুষ-কাণ্ডে আদানির (Gautam Adani) নাম জড়ানোর পরেই সাংবাদিক বৈঠকে বিস্ফোরক রাহুল গান্ধী। শিল্পপতি গৌতম আদানিকে গ্রেফতার করার দাবি তুলেছেন বিরোধী দলনেতা। সরাসরি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ তুলে রাহুলের দাবি, “আদানিকে সুরক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী”।
আরও পড়ুন: Delhi AQI: প্রতিনিয়ত বাতাসে মিশছে বিষ, আকাশছোঁয়া দূষণ রোধে সব রাজ্যকে চিঠি কেন্দ্রের
অন্যদিকে, আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠার পরই বৃহস্পতিবার আদানি গোষ্ঠীর সংস্থাগুলির শেয়ার দর ২০ শতাংশ পর্যন্ত কমেছে।বৃহস্পতিবার বাজার খুলতেই আদানি এন্টারপ্রাইজ়ের শেয়ারের দাম ১০ শতাংশ কমে গিয়েছে। আদানি গ্রিন এনার্জির শেয়ারের দর কমেছে ১৭ শতাংশ। আদানি এনার্জি সলিউশনের দাম পড়েছে সবচেয়ে বেশি। ওই সংস্থার শেয়ারের দাম ২০ শতাংশ কমেছে। ভারতীয় শেয়ার বাজার থেকে এক ঘণ্টায় দু’লক্ষ কোটি টাকার সম্পদ হারিয়েছে আদানি গোষ্ঠী।