ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পঞ্চম ও শেষ টেস্ট শুরুর কয়েকদিন আগে মঙ্গলবার দ্য ওভালে টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir Rips Into The Oval Curator) প্রধান পিচ কিউরেটরের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
ভারতীয় দলের অনুশীলনের সময় ঘটল বিবাদ (Gautam Gambhir Rips Into The Oval Curator)
পঞ্চম ও শেষ টেস্টের কয়েকদিন আগেই ওভালে ভারতীয় দলের অনুশীলন চলাকালীন উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir Rips Into The Oval Curator)। মঙ্গলবার এই ঘটনা ঘটে। পিটিআই সূত্রে খবর, ভারতীয় দল নির্দিষ্ট একটি পিচে অনুশীলন করছিল, যা নিয়ে খুশি ছিলেন না ওভালের প্রধান পিচ কিউরেটর লি ফোর্টিস। সেই কারণেই গম্ভীর ক্ষুব্ধ হয়ে ফোর্টিসের দিকে আঙুল তুলে তর্কে জড়ান। পিটিআই একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় ব্যাটিং কোচ সিতাংশু কোটাকও ফোর্টিসের সঙ্গে কথা বলছেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, ওভালের মাঠকর্মীরা গম্ভীরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে পারেন। গম্ভীর স্পষ্টভাবে বলেন, “আপনি আমাদের বলার কেউ নন আমরা কী করব। আপনি শুধু একজন মাঠকর্মী।” তিনি একই কথা একাধিকবার বলেন।
কোটাকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত (Gautam Gambhir Rips Into The Oval Curator)
এরপর সিতাংশু কোটাক হস্তক্ষেপ করে ফোর্টিসকে এক কোণে নিয়ে গিয়ে দীর্ঘ আলোচনায় বসেন (Gautam Gambhir Rips Into The Oval Curator)। কিছুক্ষণ পর গম্ভীর এবং ফোর্টিস আলাদা হয়ে যান। গম্ভীর পরে নেট সেশনের তদারকিতে ফিরে আসেন।
আরও পড়ুন: Yuvraj Singh Blazing Post: ওল্ড ট্র্যাফোর্ডে ঐতিহাসিক ড্র! ভারতীয় দলের প্রসংসা যুবরাজের
অনুশীলনে সবার আগে সাই সুদর্শন
ম্যানচেস্টার টেস্টে একটি অর্ধশতরান এবং একবার শূন্য রানে আউট হওয়া সাই সুদর্শন প্রথমেই অনুশীলনে হাজির হন। বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদবকেও কঠোর অনুশীলন করতে দেখা যায়।
সিরিজে এখনও পিছিয়ে ভারত, তবে মনোবল তুঙ্গে
বর্তমানে পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২-১ এগিয়ে। ওভালে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চূড়ান্ত ও পঞ্চম টেস্ট। গত সপ্তাহে ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে ভারত দুর্দান্ত লড়াই করে ম্যাচ ড্র করায় সিরিজে এখনও টিকে আছে। ক্যাপ্টেন শুভমান গিল, অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর সেঞ্চুরি করে পাঁচ সেশনের বেশি ব্যাট করে ম্যাচ ড্র করান। সিরিজের ভাগ্য নির্ধারণ হবে এখন ওভালেই।