Last Updated on [modified_date_only] by Sumana Bera
রূপম রায়, নদীয়া: একটি কলমের নিবের উপরে মাটি দিয়ে ১ সেন্টিমিটার দুর্গা মূর্তি তৈরী করে তাক লাগালেন নদীয়ার নবদ্বীপের গৌতম সাহা। ৫৬ বছর বয়সি ব্যক্তির এই কর্মকান্ডে এখন রীতিমতো আনন্দিত নবদ্বীপবাসী। করোনা আবহে কর্মহীন হওয়ার কারণে, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন। তখন এই ক্ষুদ্র শিল্পের ভাবনা। এই শিল্পচর্চা করে মানসিক অবসাদ থেকে অনেকটাই মুক্ত হতে পেরেছেন বলে জানান শিল্পী গৌতম বাবু।
আজ দুর্গাপুজোর মহাপঞ্চমী। সকাল প্যান্ডেলে প্যান্ডেলে উপচে পড়া ভিড়। শুধু কলকাতা নয় জেলার মণ্ডপেও দর্শনার্থীদের ভিড়। এই ভিড় শুধু ঠাকুর দেখার ভিড় নয়। মানুষ এখন সাবেকির পাশাপাশি থিমপুজোয় ভিড় জমায়। কারণ থিমে থাকে হাতের কাজের ছোঁয়া। তেমনই থিম নয়, নিজের বাড়িতেই হাতের কাজ দেখিয়ে রাজ্যবাসীকে তাক লাগালেন শিল্পী গৌতম বাবু।
আরও পড়ুন: https://tribetv.in/the-cruise-launch-service-started-in-the-river-of-basirhat/
প্যাস্টেল কালাবের উপর, চকের উপর, পেন্সিলের লিডের উপর বিভিন্ন শিলাকর্ম করেছেন এর আগে। আগে চালে, ধানে, গমে ডালে, বাদামের খোলে মূর্তি তৈরী করেছেন গৌতম বাবু। তবে দীর্ঘ ১৫ দিনের কঠিন পরিশ্রমের পর কলমের নিবের উপর দূর্গা মূর্তি তৈরী করেছেন বলেই জানান গৌতম বাবু। পরবর্তীতে আরও এই ধরণের কাজ করার চিন্তা ভাবনা রয়েছে বলে জানান শিল্পী গৌতম সাহা।