ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে জন্ম নেওয়া শিশুদের বলা হবে ‘জেনারেশন বিটা’(Generation Beta)। জানা গেল ভারতবর্ষে জন্মানো এই প্রজন্মের প্রথম শিশুর নাম। যে শিশু জন্ম নিয়েছে ভারতবর্ষের মিজোরামে।
জেনারেশন বিটার কথা প্রথম বলেন কে? (Generation Beta)
অস্ট্রেলিয়ান ভবিষ্যতবিদ মার্ক ম্যাকক্রিন্ডল প্রথম এই জেনারেশন বিটা(Generation Beta) শব্দটি ব্যবহার করেন। ২০২৫ থেকে ২০৩৯ সালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের এই জেনারেশনে অন্তর্ভুক্ত করা হয়। এই ব্যক্তিরা জেনারেশন Y এবং জেনারেশন Z পিতামাতার সন্তান হবে।
বিটা জেনারেশনের আগের জেনারেশনগুলো কী ছিল? (Generation Beta)
সাধারণত যে কোনও প্রজন্মের নাম নির্ধারণ করা হয় সেই সময়ের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ঘটনার ভিত্তিতে। এবং একটি প্রজন্মের সূচনা এবং সমাপ্তি নির্ধারিত হয় সেই সময়ের ঘটে যাওয়া কোনও বড় ঘটনার ভিত্তিতে। ২০২৫ এর বিটা জেনারেশনের(Generation Beta) আগের জেনারেশনগুলি হল-
দ্য গ্রেটেস্ট জেনারেশন (জিআই জেনারেশন): ১৯০১-১৯২৭-র মধ্যে জন্ম নেওয়া প্রজন্মকে দ্য গ্রেটেস্ট জেনারেশন বলা হয়।
দ্য সাইলেন্ট জেনারেশন: ১৯২৮-১৯৪৫ গ্রেট ডিপ্রেশন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এই প্রজন্মটি নীরব প্রজন্ম নামে পরিচিত।
বেবি বুমার জেনারেশন: ১৯৪৬-১৯৬৪ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জনসংখ্যার ব্যাপক বৃদ্ধির কারণে এই প্রজন্মের নামকরণ করা হয়েছিল বেবি বুমারস।
জেনারেশন এক্স: ১৯৬৫-১৯৮০ প্রযুক্তি জেনারেশন এক্স-এর জন্যও নতুন ছিল। এই যুগে ইন্টারনেট এবং ভিডিও গেমের শুরু।
জেনারেশন ওয়াই: ১৯৮১-১৯৯৬-র মধ্যে জন্ম নেওয়া মানুষরা জেনারেশন ওয়াই হিসাবে পরিচিত।
জেনারেশন জেড: ১৯৯৭-২০০৯ এই প্রজন্ম জন্মের পরপরই ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্ম পেয়েছে।
জেনারেশন আলফা: ২০১০-২০২৪ এটিই প্রথম প্রজন্ম যাদের জন্মের আগেও সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট প্ল্যাটফর্ম ছিল। এটি সর্বকনিষ্ঠ নতুন প্রজন্ম।
জেনারেশন বিটা: ২০২৫-২০৩৯ জেনারেশন বিটা পিরিয়ড ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে। ২০২৫ সাল থেকে যেসব শিশুর জন্ম হবে তাদের বলা হবে ‘বেটা কিডস’।
আরও পড়ুন:150 Years of IMD: ভারতীয় মৌসম ভবনের অনুষ্ঠানে আমন্ত্রণ বিভিন্ন দেশকে, অংশ নিচ্ছে না বাংলাদেশ
কে এই প্রথম বিটা সন্তান?
২০২৫ সালে ১ জানুয়ারি জন্ম নেওয়া ভারত প্রথম প্রজন্মের বিটা(Generation Beta) সন্তান মিজোরামের ফ্র্যাঙ্কি রেমরুতদিকা জাদেং। তার জন্ম থেকেই বিটা প্রজন্ম শুরু। আইজলের খাটলার বাসিন্দা রামজিরমাউই এবং জেডডি রেমরুতসাঙ্গার পুত্র ফ্র্যাঙ্কি। জানা যায় ভারতের প্রথম বিটা সন্তানের বাবা মা হতে পেরে তাঁরা ভীষণই আনন্দিত।
কোথায় জন্মগ্রহণ করে এই বিটা শিশু?
১ লা জানুয়ারি মিজোরামের আইজলের সিনড হাসপাতালে ১২.০৩ নাগাদ জন্ম নিয়েছে এই শিশু। জন্মানোর সময়ে ফ্র্যাঙ্কির ওজন ছিল ৩.১২ কেজি। সুস্থভাবেই জন্ম নিয়েছে ফ্র্যাঙ্কি। এবং বর্তমানেও সে সুস্থ আছে বলে জানা গেছে।
আরও পড়ুন:Indian Rupee Against Dollar: ডলারের চাপে রেকর্ড পতন ভারতীয় মুদ্রার
বিশ্বের নিরিখে দ্বিতীয় ফ্র্যাঙ্কি
তবে বিশ্বের নিরিখে ফ্র্যাঙ্কি জেনারেশন বিটা (Generation Beta)-য় জন্মানো দ্বিতীয় শিশু। প্রথম হিসেবে ধরা হচ্ছে অস্ট্রেলিয়ায় জন্মানো শিশু রেমিকে। নিউ সাউথ ওয়েলসের কমবোইনে জে-লিং হুয়াং এবং লিয়াম ওয়ালশ নামের দম্পতির সন্তান রেমিকে।