Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: লোহিত সাগরের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ ছড়াল চিনের পিপল্স লিবারেশন আর্মি (PLA)। জার্মানির অভিযোগ, তাদের একটি সেনা বিমানকে লেজার অস্ত্রে নিশানা করেছে চিনা সেনা (Germany China Conflict)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। ইউরোপীয় ইউনিয়নের ‘অ্যাসপিডস মিশন’-এর অন্তর্গত ওই বিমানটি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের সুরক্ষার দায়িত্বে ছিল।
জার্মানির তীব্র প্রতিক্রিয়া, তলব চিনা রাষ্ট্রদূত (Germany China Conflict)
বার্লিন জানিয়েছে, চিনা হামলায় বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে(Germany China Conflict)। ঘটনায় তীব্র কূটনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে জার্মানির বিদেশ মন্ত্রক। বার্লিনে নিযুক্ত চিনা রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। জার্মান প্রতিরক্ষা দফতরের মতে, বিমানটিকে আফ্রিকার জিবুতির ঘাঁটিতে ফিরিয়ে আনা হয়। যদিও বিমানে থাকা ক্রুদের শারীরিক ক্ষতির কোনও খবর মেলেনি।
হুথিদের পর চিনের আগমন (Germany China Conflict)
প্রসঙ্গত, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের উপকূলে গত এক বছর ধরে ধারাবাহিকভাবে বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে(Germany China Conflict)। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন (EU) সেখানে ‘Aspides Mission’ নামে এক যৌথ নৌসেনা অভিযান চালাচ্ছে জাহাজ-সুরক্ষায়।
একই দাবিতে চিনও সেখানে নিজেদের নৌবাহিনী মোতায়েন করেছে। কিন্তু জার্মানির অভিযোগ, জাহাজ-সুরক্ষার আড়ালে চিন(Xi Jinping) এখন আগ্রাসী ভূমিকায় নামছে।

আন্তর্জাতিক জলপথে উত্তেজনা (Germany China Conflict)
বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাটি আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ ‘ফ্ল্যাশপয়েন্ট’ তৈরি করতে পারে। লোহিত সাগর পশ্চিম এশিয়া, আফ্রিকা ও ইউরোপীয় বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুয়েজ খাঁড়ির মাধ্যমে এখান দিয়েই গ্লোবাল শিপিংয়ের প্রায় ১২% যাতায়াত করে। এই এলাকায় ইরান, হুথি, আমেরিকা, চিন, ইউরোপ—সব শক্তির উপস্থিতি এখন ক্রমশ সংঘর্ষের পরিস্থিতি তৈরি করছে।

চিনের বিরুদ্ধে সরাসরি লেজার হামলার অভিযোগ এই প্রথম(Germany China Conflict)। এর জেরে ইউরোপ ও চিনের মধ্যে সামরিক উত্তেজনা বাড়তে পারে, এমনটাই আশঙ্কা আন্তর্জাতিক মহলের।লোহিত সাগরে নৌসেনা মহড়ার নামে ‘ক্ষমতা প্রদর্শন’ যে এখন স্পষ্ট সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে, তা বলাই যায়। আগামী দিনে এই অঞ্চল কি আরও বড় সামরিক সংঘাতের মঞ্চ হয়ে উঠবে? নজর রাখছে গোটা দুনিয়া।