ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০১৬ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন (Germany Parliament Election 2025) থেকে শুরু করে নানা দেশে নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগে বারবার উঠে এসেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম। এবার সেই তালিকায় যুক্ত হলো জার্মানি। আগামী ২৩ ফেব্রুয়ারি জার্মানির পার্লামেন্ট বুন্দেশট্যাগের নির্বাচন হতে চলেছে, এবং তার আগে রাশিয়া ভোট প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
‘২১-এর নির্বাচনে প্রভাব! (Germany Parliament Election 2025)
জার্মানির পার্লামেন্টে উপস্থাপিত একটি প্রতিবেদনে (Germany Parliament Election 2025) উল্লেখ করা হয়েছে যে, রাশিয়া ২০২১ সালের নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের ক্ষেত্রেও রুশ গোয়েন্দা সংস্থার সাইবার প্রচার নিয়ে নানা অভিযোগ সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে, এই সাইবার প্রচার মূলত মধ্যপন্থী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে লক্ষ্যবস্তু করছে।
সাইবার দুষ্কৃতীদের ভুয়ো প্রচার! (Germany Parliament Election 2025)
রাশিয়ার সাইবার প্রচার বিষয়ে পর্যবেক্ষণকারী (Germany Parliament Election 2025) সংস্থা ‘সেন্টার ফর মনিটরিং, অ্যানালাইসিস অ্যান্ড স্ট্র্যাটেজিস (সিইএমএএস)’ জানিয়েছে, পুতিনের গোয়েন্দাবিভাগ এসপিডি (চ্যান্সেলর ওলাফ স্কোলজের দল), গ্রিন পার্টি, সিডিইউ এবং তাদের সহযোগী দলের প্রার্থীদের বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়াচ্ছে। তবে উল্লেখযোগ্যভাবে, বামপন্থী ডিয়ে লিঙ্ক এবং উগ্র দক্ষিণপন্থী এএফডি (অল্টারনেটিভ ফর জার্মানি)-র বিরুদ্ধে প্রচার চালাচ্ছে না রুশ সাইবার দুষ্কৃতিকারীরা।
রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি
জার্মানির নির্বাচনের প্রাক্কালে রাশিয়ার এই হস্তক্ষেপের ফলে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এই বিষয়টি নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা মনে করেন, যদি রাশিয়া এই ধরনের প্রচার চালিয়ে যায়, তবে তা গণতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এ পরিস্থিতিতে জার্মান সরকারকে সতর্ক থাকতে হবে এবং ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।