ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবার আমেরিকার অভিবাসন নীতি (Green Card) নিয়ে মুখ খুললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সম্প্রতি, আমেরিকায় ‘গোল্ড কার্ড’ চালু নিয়ে ভাবনাচিন্তার কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিন কার্ড থাকলেই আমেরিকায় অনির্দিষ্টকালের জন্য স্থায়ী ভাবে বসবাস সম্ভব নয়। এবার স্পষ্ট করে দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
এটি জাতীয় নিরাপত্তার বিষয় (Green Card)
ভাইস প্রেসিডেন্ট বলেছেন, “গ্রিন কার্ড (Green Card), যাকে আনুষ্ঠানিকভাবে স্থায়ী আবাসিক কার্ড বলা হয়, এটি ভারতীয়-সহ বিদেশি নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার এবং কাজ করার অনুমতি দেয়। কিন্তু এটির মানে স্থায়ী বসবাস অর্থাৎ আজীবন নিরাপত্তা নয়। যাঁদের গ্রিন কার্ড রয়েছে, তাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার অনির্দিষ্টকালীন অধিকার নেই।” জাতীয় সুরক্ষার বিষয়টিকে আগ্রাধিকার দিয়ে ভ্যান্স বলেছেন যে, “এটি বাকস্বাধীনতা নয়, এটি জাতীয় নিরাপত্তার বিষয়।”
‘অবৈধ’ অভিবাসীদের দেশে পাঠানোর প্রক্রিয়া (Green Card)
দ্বিতীয়বার আমেরিকায় ক্ষমতায় ফিরেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। আমেরিকা থেকে ‘অবৈধ’ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে (Green Card)। সেই সঙ্গে কঠোর শুল্কনীতির কথাও ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। শুধু তাই নয়, আমেরিকায় জন্মগত নাগরিকত্ব আইন বদল নিয়ে আইনি লড়াই চালাচ্ছেন ট্রাম্প। এই আবহেই আমেরিকার অভিবাসন নীতিতে বড় বদলের ভাবনাচিন্তা শুরু করেছে তাঁর প্রশাসন।
আরও পড়ুন: Sunita Williams: মহাকাশ থেকেই ট্রাম্প-মাস্ককে জানালেন ধন্যবাদ, শীঘ্রই পৃথিবীতে ফিরছেন সুনীতা-বুচ
গোল্ড কার্ডে গ্রিন কার্ডের সুবিধা
ট্রাম্পকে বলতে শোনা যায়, “আমেরিকায় গোল্ড কার্ড বিক্রি করার পরিকল্পনা করেছি। এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে, যা আমেরিকায় নাগরিকত্বের নতুন পথ খুলে দেবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। এখানে এসে তাঁরা প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন, সেই সঙ্গে কর্মসংস্থানও তৈরি করবেন।” পাঁচ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা দিলে মিলবে ‘গোল্ড কার্ড’। অর্থাৎ মার্কিন নাগরিকত্ব। এর ফলে গ্রিন কার্ড ব্যবস্থার পরিবর্তন হবে। এই গোল্ড কার্ডকে বলা যায় ‘গ্রিন কার্ড’-এরই ‘প্রিমিয়াম’ সংস্করণ। গ্রিন কার্ড দেওয়ার যে প্রকল্প তার নাম ইবি-৫।
‘ইবি-৫ প্রোগ্রাম’ হয়তো থাকবে না
এত দিন ‘গ্রিন কার্ড’-এর মাধ্যমে আমেরিকায় অভিবাসীরা নাগরিকত্ব পেতেন। অনেকের মতে, নতুন ‘গোল্ড কার্ড’ চালু হলে বর্তমান ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর উপর প্রভাব পড়তে পারে। উল্লেখ্য, ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর মাধ্যমে অভিবাসী বিনিয়োগকারীরা আমেরিকায় গ্রিন কার্ড পেয়ে থাকেন। নতুন ‘গোল্ড কার্ড’ চালু হলে ‘ইবি-৫ প্রোগ্রাম’ আর হয়তো থাকবে না এমনটাই মনে করা হচ্ছে।