ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell Announces ODI Retirement) ওয়ানডে কেরিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ ছিল ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার ডাবল সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার রান ছিল ৯১/৭, যখন ম্যাক্সওয়েল এসে প্যাট কামিন্সের সাথে ২০২ রানের জুটি গড়েন। ম্যাক্সওয়েল মাত্র ১২৮ বলে অপরাজিত ২০১ রান করেন।
টি২০ খেলবেন আগের মতোই, টেস্ট থেকেও আনুষ্ঠানিকভাবে অবসর নেননি (Glenn Maxwell Announces ODI Retirement)
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল সোমবার হঠাৎ ঘোষণা করলেন, তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন (Glenn Maxwell Announces ODI Retirement)। তবে টি২০ ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি। লক্ষ্য ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। ৩৬ বছর বয়সি এই হার্ডহিটিং ব্যাটসম্যান তার অবসরের ঘোষণা করেন ‘ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে। এর আগে স্টিভ স্মিথও অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বিদায়ের পর ওয়ানডে থেকে অবসর নেন।
‘শরীর আর আগের মতো সাড়া দিচ্ছে না’ (Glenn Maxwell Announces ODI Retirement)
ম্যাক্সওয়েল বলেন (Glenn Maxwell Announces ODI Retirement), “আমি মনে করছিলাম শরীরের যেভাবে প্রতিক্রিয়া হচ্ছিল, তাতে আমি দলকে একটু হলেও হতাশ করছিলাম।” তিনি জানান, ক্রিকেট অস্ট্রেলিয়ার সিলেকশন চেয়ারম্যান জর্জ বেইলির সঙ্গে কথা বলেন এবং বলেন, “২০২৭ বিশ্বকাপে আমি নিজেকে দেখছি না। আমার মনে হয়েছে, এখনই সময় নতুন কাউকে এই দায়িত্ব নেওয়ার সুযোগ করে দেওয়ার।” তিনি আরও বলেন, “আমি সবসময় বলতাম, যদি নিজেকে যোগ্য মনে না করি, তাহলে আর নিজের জায়গা ধরে রাখার মানে হয় না। আমি কখনও স্বার্থপরভাবে কয়েকটা সিরিজ খেলতে চাইনি।”
আরও পড়ুন: Uthappa on Shreyas Iyer: আইপিএল ইতিহাসে নজির শ্রেয়সের! হতে পারেন ভারত অধিনায়ক?
ম্যাক্সওয়েল মনে করছেন, এখন অস্ট্রেলিয়া পরিষ্কার একটা দিশা নিয়ে এগোচ্ছে। তাই দলের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এটাই সেরা সময় সরে যাওয়ার।
টেস্টে ফিরছেন না, তবে আনুষ্ঠানিক ঘোষণা নেই
যদিও টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি ম্যাক্সওয়েল, তবুও ২০১৭ সালের পর তাকে আর টেস্ট দলে দেখা যায়নি। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, তাকে আবার টেস্টে ফেরানোর সম্ভাবনাও খুব কম।
ম্যাক্সওয়েলের ওয়ানডে কেরিয়ারের পরিসংখ্যান
গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এর মধ্যে অন্যতম স্মরণীয় ইনিংস খেলেছেন ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচে অস্ট্রেলিয়া ৯১ রানে সাত উইকেট হারিয়েছিল। প্রবল গরমে পায়ে ক্র্যাম্প নিয়ে তিনি একাই দলকে জিতিয়ে নিয়ে যান। মাত্র ১২৮ বলে করেন ২০১ রান। সেই ম্যাচে প্যাট কামিন্সের সঙ্গে তার ২০২ রানের জুটি অস্ট্রেলিয়াকে জয় এনে দেয়। এরপরই অস্ট্রেলিয়া ফাইনালে ভারতের বিরুদ্ধে জিতে ট্রফি তোলে।
ওয়ানডে ক্রিকেটে ম্যাক্সওয়েলের স্ট্রাইক রেট ১২৬ — যা দ্বিতীয় সর্বোচ্চ। কেবল ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের স্ট্রাইক রেট তার চেয়ে বেশি। তার রয়েছে ৪টি সেঞ্চুরি ও ২৩টি হাফ-সেঞ্চুরি, সঙ্গে ৭৭টি উইকেট। মোট ৩৯৯০ রান নিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন এই বিস্ফোরক ব্যাটার। তার কেরিয়ারে রয়েছে দু’টি ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদও।
এখন তার লক্ষ্য, ২০২৬ টি২০ বিশ্বকাপে দেশকে জেতানো।