Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : নতুন জামাকাপড় কেনা, গয়না বাছাই, মেকআপ শপিং… সব কিছু চলছে জোর কদমে। এর সঙ্গে তাল মিলিয়ে চলছে পার্লার সাজ ও লাইন। হেয়ার স্মুদিং, নেল এক্সটেনশন, আইল্যাশ কার্লিং কোনও কিছু বাদ যাচ্ছে না। তবে পার্লারের সবচেয়ে ভিড় জমে ফেশিয়াল করাতে। পুজোর ক’দিন আগে পার্লারে ঢোকাই মুশকিল হয়ে যায়, তখন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ত্বকের যত্ন নেওয়া কঠিন হয়ে ওঠে। তাই বাড়িতেই সহজেই ত্বকের জেল্লা ফেরান (Glowing Skin)।

মধু ও কোকো পাউডার (Glowing Skin)
মধুর গুণাগুণ নতুন করে বলার কিছু নেই। এটি ত্বক আর্দ্র রাখে, জীবাণুনাশক হিসেবে কাজ করে এবং প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে ব্যবহার হয়। অন্যদিকে কোকো পাউডার অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা ত্বকের দাগছোপ, বলিরেখা কমিয়ে আনে এবং কোষকে পুনর্জীবিত করে।

কীভাবে ব্যবহার করবেন? (Glowing Skin)
দু’চামচ দুধের সঙ্গে এক চামচ কোকো পাউডার ও এক চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখ ও গলায় লাগিয়ে ১৫–২০ মিনিট রেখে দিন। শুকিয়ে এলে হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা চোখে পড়বে।
শসা ও মাচা টি-র উপকারীতা? (Glowing Skin)

মাচা টি ট্রেন্ড বেড়েছে। তবে জানেন পানীয় ছাড়াও এটি ত্বকের জন্য দারুণ উপকারী। এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে সতেজ রাখে এবং উজ্জ্বলতা ফিরিয়ে আনে। অন্যদিকে শসা প্রাকৃতিক হাইড্রেটর, যা শুষ্ক ত্বককেও মোলায়েম করে।
কীভাবে ব্যবহার করবেন? (Glowing Skin)
একটি শসা কুঁড়ে নিয়ে তাতে এক চামচ মাচা পাউডার মিশিয়ে নিন। শুস্ক ত্বক হলে মিশ্রণে এক চামচ নারকেল তেল যোগ করুন। মুখে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩–৪ বার এই ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের যত্নে আলাদা করে ফেশিয়ালের দরকার পড়বে না।
কী উপকারীতা টকদই ও লেবুর রস এর? (Glowing Skin)
রান্নাঘরে সহজলভ্য দুটি উপাদান টকদই ও পাতিলেবু। টকদই প্রাকৃতিক ব্লিচের কাজ করে এবং ত্বককে কোমল করে। অন্যদিকে লেবুর রস দাগছোপ হালকা করে, অতিরিক্ত তেল কমায় এবং ব্রণ প্রতিরোধ করে।
আরও পড়ুন : Durga Puja 2025: মহালয়া থেকেই ট্রাফিক কড়াকড়ি হবে?
কীভাবে ব্যবহার করবেন?
দু’চামচ টকদইয়ের সঙ্গে এক চামচ লেবুর রস ও এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। মিশ্রণটি মুখ ও গলায় মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২–৩ বার ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং দাগছোপ কমবে।
পুজোর আগে পার্লারে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর ঝক্কি এড়াতে চাইলে এখন থেকেই ঘরে বসে নিয়মিত এই ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করুন। পুজোর আগেই ত্বকে ফিরবে জেল্লা তবে ঘরে বসেই।