ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ‘জিমেল’ (Gmail Hack) নতুন কোনও বিষয় নয়। আজকাল প্রায় সব ওয়েবসাইটে বা অ্যাপে আলাদা করে অ্যাকাউন্ট তৈরি না করেই ‘লগ ইন উইথ ইমেল’ সুবিধা পাওয়া যায়, যেখানে অনেকেই তাদের জিমেল আইডি ব্যবহার করেন। কিন্তু এই সুবিধার সঙ্গে আসছে কিছু নিরাপত্তা ঝুঁকি, যেগুলো অনেক সময় আমরা ভালোভাবে বুঝতে পারি না।
জিমেলের নিরাপত্তা দুর্বল হয়ে পড়ে (Gmail Hack)
জিমেল দিয়ে লগ ইন করার অর্থ হচ্ছে, আপনার ইমেল আইডি (Gmail Hack) অনেক জায়গায় সিঙ্ক হয় এবং আপনি নিজেও জানেন না কখন কোথায় সেটা ব্যবহৃত হচ্ছে। বহুবার লগ ইন করার পর অনেক সময় মনে থাকে না, কোন কোন ওয়েবসাইট বা অ্যাপে আপনার জিমেল আইডি যুক্ত আছে। এর ফলে আপনার জিমেলের নিরাপত্তা দুর্বল হয়ে পড়ে। দীর্ঘ সময় কোনও অ্যাকাউন্ট ব্যবহৃত না হলে হ্যাকাররা সহজেই সেই আইডি লক্ষ্য করে আক্রমণ চালাতে পারে। ফলে ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য হারানোর আশঙ্কা থাকে।
ইমেল আইডি সংরক্ষণ (Gmail Hack)
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক ওয়েবসাইট বা অ্যাপ থার্ড পার্টি সার্ভারে আপনার ইমেল আইডি সংরক্ষণ করে রাখে, যা নিরাপত্তার জন্য (Gmail Hack) ঝুঁকিপূর্ণ। কখনো কখনো আমাদের প্রয়োজন হয় সাইবার ক্যাফে বা অন্য কারও মোবাইল বা ল্যাপটপে জিমেল ব্যবহার করার। যদি সেখানে লগ আউট করতে ভুল হয়, তাহলে অন্য কেউ সহজেই আপনার অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করতে পারে।
নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ
আজকের দিনে মোবাইল ফোন ঘন ঘন পরিবর্তন করা হয় এবং অনেক সময় পুরনো ডিভাইসগুলো বিক্রি না করেও রেখে দেওয়া হয় বা অন্য কাজের জন্য ব্যবহার করা হয়। সেই সব ডিভাইসে আপনার জিমেল আইডি লগ ইন অবস্থায় থাকলে তা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। তাই জানতে হবে আপনার জিমেল কোথায় কোথায় ব্যবহার হচ্ছে।
সরাসরি লগ আউট করতে পারেন
গুগল নিজেই এই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। গুগলের নিরাপত্তা ব্যবস্থা আপনাকে জানান দেয় কোন কোন ডিভাইসে আপনার জিমেল লগ ইন রয়েছে এবং কখন কোথায় ব্যবহার হয়েছে। আপনি চাইলে সেই ডিভাইস থেকে সরাসরি লগ আউট করতে পারেন।
কিভাবে দেখতে হবে?
প্রথমে আপনার জিমেলে গিয়ে ‘ম্যানেজ অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করুন। এরপর ‘সিকিউরিটি’ ট্যাবটি সিলেক্ট করুন। নিচের দিকে স্ক্রল করলে ‘ইউর ডিভাইসেস’ দেখা যাবে, যেখানে আপনার জিমেল লগ ইন থাকা সব ডিভাইসের তালিকা পাওয়া যাবে। এখান থেকে অনিচ্ছাকৃত বা অব্যবহৃত ডিভাইস থেকে সাইন আউট করে যোগসূত্র ছিন্ন করা সম্ভব। তাছাড়া ‘কানেকশন’ অপশনে গিয়ে দেখতে পারবেন কোন কোন অ্যাপ বা ওয়েবসাইটে আপনার জিমেল আইডি ব্যবহৃত হচ্ছে এবং সেখান থেকেও লগ আউট করার ব্যবস্থা রয়েছে।
নিরাপত্তার জন্য বড় সমস্যা
নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, যেসব জায়গায় জিমেল প্রয়োজন নেই, সেখান থেকে অবশ্যই লগ আউট করে দিতে হবে। পুরনো বা হারিয়ে যাওয়া ডিভাইস থেকে লগ আউট না করলে তা নিরাপত্তার জন্য বড় সমস্যা হতে পারে। তবে একবার লগ আউট করলেও আপনার ওয়েবসাইট বা অ্যাপে সংরক্ষিত পুরনো তথ্য হারাবে না, প্রয়োজনে জিমেলের মাধ্যমে পুনরায় লগ ইন করা যায়।
আরও পড়ুন: 23 May Horoscope: টাকা গুনে শেষ করতে পারবেন না এই রাশির জাতকরা, জানুন আজকের রাশিফল…
অতএব, আপনার জিমেলের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত চেক করুন কোন কোন জায়গায় আপনার আইডি ব্যবহৃত হচ্ছে। পুরনো বা অব্যবহৃত ডিভাইস থেকে লগ আউট করে দিন। নিরাপত্তার এই ছোট্ট কৌশলগুলো আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে অনেক বড় ভূমিকা রাখতে পারে। নিরাপদ থাকুন, সচেতন থাকুন।