ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত জুলাইতে পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে সোনা(Gold Price) ও রুপোর বারের উপর আমদানি শুল্ক ১৫% থেকে ৬% নামিয়ে দেওয়ার সিদ্ধান্তে যারা হয়েছিলেন আনন্দিত, তাঁদের জন্য চলতি বাজেটে ‘ধাক্কা’ আসতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞমহল। আসন্ন বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন হঠাৎ করে সোনায় আমদানি শুল্ক বাড়িয়ে দিতে পারেন বলে জানা যাচ্ছে, সোনার দাম বেড়ে যাওয়ার সম্ভাবনাাই অত্যন্ত বেশি বলে মনে করা হচ্ছে।
নয়াদিল্লিতে সোনা দর ৮১,৬০০ (Gold Price)
গত বছর আমদানি শুল্ক কমার পরেও ৩১ অক্টোবর ভারতের খোলা বাজারে পাকা সোনার দর(Gold Price) সর্বকালীন রেকর্ড ৮২,০০০ টাকা/১০ গ্রাম পার করে গিয়েছিল। পাল্লা দিয়ে বেড়ে গিয়েছিল গয়নার হলমার্ক সোনাও। সেখানে সোমবার নয়াদিল্লির বাজারে তা পৌঁছে গিয়েছে ৮১,৬০০ টাকায়।
ভারতের উপর আরও শুল্কের বোঝা? (Gold Price)
সোমবার ভারতীয় সময় রাতে হোয়াইট হাউসে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনেই শ’খানেক এগজ়িকিউটিভ অর্ডার স্বাক্ষর করার টার্গেট রাখার কথা নিজের মুখেই জানিয়েছেন তিনি। নির্বাচনী প্রচারে গিয়ে এবং ভোটের ফল বেরোনোর পর থেকে, তিনি যে যে সিদ্ধান্ত কার্যকর করার কথা জানিয়েছেন শেষ ক’মাসে, তা শেষমেশ বাস্তবায়িত হলে, অবধারিত ভাবে ভারতের উপর বাড়তে চলেছে শুল্কের বোঝা। সোনাও(Gold Price) যে তালিকার মধ্যে থাকবে অবশ্যই।
আরও পড়ুন:Saraswati Puja 2025: ২ নাকি ৩ ফেব্রুয়ারি? ২০২৫ এ সরস্বতী পুজোর দিন কোনটি?
সোনার দাম ঊর্ধ্বমুখী
আগামী কয়েক সপ্তাহেই যে বিশ্বের বাকি দেশগুলির সঙ্গে ভারতেও সোনার দর(Gold Price) সর্বকালীন রেকর্ড ছাপিয়ে ঊর্ধ্বমুখী দৌড় দেবে না, তার গ্যারান্টি নিতে রাজি নন কোনও বিশেষজ্ঞই। এখনকার দামের থেকে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫-৭ হাজার টাকা বাড়তি গুনতে হলে, তা বিলে জিএসটি এবং মজুরি ধরে কতটা বাড়বে, তার একটা সম্যক ধারণা অনেকেরই রয়েছে। তাই অনুমান করা হচ্ছে সোনার দাম খুব তাড়াতাড়ি প্রায় ৫ থেকে ৭ হাজার বেশি হতে পারে।
আরও পড়ুন:Death Sentence: মৃত্যুদণ্ড ঘোষণা পর কেন ভেঙে ফেলা হয় কলম? কারণ জানলে শিউরে উঠবেন
সোনার দাম কমার উপায় থাকবে?
টাকার নিরিখে মার্কিন ডলারের দর ৮৬ টাকার গণ্ডি পেরিয়ে সর্বকালীন সেরা উচ্চতায় পৌঁছে গিয়েছে কিছুদিন আগেই। ট্রাম্প যে ভাবে মার্কিন ডলারের জন্য উঠে পড়ে লেগেছেন, তাতে আগামী দিনে টাকার দর ডলারের নিরিখে আরও পড়লে, বাজেটে নির্মলার পক্ষে সোনার দাম কম করার খুব বেশি উপায় খোলা থাকবে না বলে জানা যাচ্ছে। ফলে বাড়িতে যদি মাঘের এই ভরা বিয়ের মরশুমে বা বছরশেষে কোনও গয়নাগাটি কেনাকাটার পরিকল্পনা থাকে, তা হলে এখন সেটা সেরে ফেলাই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করা হচ্ছে।