Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রায় অর্ধশতক আগে ভিয়েতনাম যুদ্ধে অপমানজনক পরাজয় স্বীকার করতে হয়েছিল যুক্তরাষ্ট্রকে(Golf Club Of Trump Familiy)। সেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশেই এবার জমি অধিগ্রহণ নিয়ে বিতর্কের কেন্দ্রে এসেছে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবার। হ্যানয়ের নিকটবর্তী হাং ইয়েন এলাকায় প্রায় ৯৯০ হেক্টর কৃষিজমিতে গড়ে উঠতে চলেছে একটি রাজকীয় গল্ফ ক্লাব, যার মালিকানা পাবে ট্রাম্প অর্গানাইজেশন।
জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ নিয়ে ক্ষোভ (Golf Club Of Trump Familiy)
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, জমি অধিগ্রহণে কৃষকদের দেওয়া হবে তুলনামূলক নামমাত্র ক্ষতিপূরণ। স্থানীয় কৃষকেরা জানান, তাঁদের জীবিকার প্রধান উৎস এই জমিতে ফল চাষ(Golf Club Of Trump Familiy)। জমি হারালে কীভাবে জীবিকা নির্বাহ হবে, সেই প্রশ্নে তাঁরা আতঙ্কিত। প্রতি স্কোয়ার মিটার জমির জন্য ১২ ডলার (প্রায় ১,০৫২ টাকা) থেকে ৩০ ডলার (প্রায় ২,৬৩১ টাকা) ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হলেও, স্থানীয় প্রশাসনের এক সূত্র জানায়, গড় ক্ষতিপূরণ হবে প্রায় ১৪ ডলার (১,২২৮ টাকা), যা জমির মাপ ও অবস্থান অনুযায়ী সামান্য ওঠানামা করবে।
কৃষকদের অভিযোগ, ক্ষতিপূরণের হার নিয়ে তাঁদের সরাসরি দর কষাকষির সুযোগ দেওয়া হচ্ছে না; বরং সব সিদ্ধান্ত নিচ্ছে স্থানীয় রিয়েল এস্টেট সংস্থা ‘কিনব্যাক সিটি’ এবং তার সহযোগীরা, যারা পুরো প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে চাবি তুলে দেবে ট্রাম্প পরিবারের হাতে।
সরকারি আশ্বাস ও প্রকল্পের খরচ (Golf Club Of Trump Famili)
গত মে মাসে প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন প্রতিশ্রুতি দিয়েছিলেন, কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হবে(Golf Club Of Trump Familiy)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাম্পের পুত্র ও ট্রাম্প অর্গানাইজেশন-এর ভাইস প্রেসিডেন্ট এরিক ট্রাম্পও(Donald J. Trump)। যদিও রয়টার্স-এর সূত্র দাবি করেছে, প্রকল্পের প্রাথমিক ব্যয় ৫০ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪,৩৮৬ কোটি টাকা) ছাড়িয়ে যেতে পারে এবং শেষ পর্যন্ত মোট খরচ দাঁড়াতে পারে প্রায় ১৪ হাজার কোটি টাকায়। খরচ বৃদ্ধির কারণে ক্ষতিপূরণের অঙ্ক কমানোর অভিযোগও উঠেছে।
সরকারি সূত্রে আরও জানা গেছে, ক্ষতিপূরণের পাশাপাশি কৃষকদের কয়েক মাসের জন্য চাল সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তবে তা ক্ষোভ প্রশমিত করতে পারেনি।

আরও পড়ুন : Tibet Railway Project : লাদাখ সীমান্তে নতুন রেলপ্রকল্প চিনের! সতর্ক ভাবে নজর রাখছে নয়াদিল্লি
অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট (Golf Club Of Trump Familiy)
ভিয়েতনাম প্রশাসন মনে করছে, গল্ফ ক্লাবটি নির্মিত হলে পর্যটনের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং বিদেশি বিনিয়োগ ও দর্শনার্থীর সংখ্যা বাড়বে। প্রকল্পটিকে তাই জাতীয় অর্থনীতির জন্য লাভজনক হিসেবে তুলে ধরা হচ্ছে। তবে সমালোচকদের মতে, কৃষকদের জীবিকা নষ্ট করে উচ্চবিত্ত পর্যটনকেন্দ্র বানানো সামাজিক বৈষম্য বাড়াবে।
সিঙ্গুরের সঙ্গে মিল (Golf Club Of Trump Familiy)
ভারতের সিঙ্গুর আন্দোলনের সঙ্গে এই পরিস্থিতির আশ্চর্য মিল রয়েছে(Golf Club Of Trump Familiy)। ২০০৮ সালে টাটার ন্যানো কারখানা গড়ার জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সিঙ্গুরে ব্যাপক আন্দোলন হয়েছিল। বহুফসলি জমি নষ্টের বিরোধিতা করে কৃষকেরা দীর্ঘ আন্দোলনে নামে, যার নেতৃত্বে ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের জেরে শেষ পর্যন্ত প্রকল্পটি সরে যায় এবং ২০১৬ সালে সুপ্রিম কোর্ট অধিগ্রহণকে অবৈধ ঘোষণা করে কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়।
যেভাবে সিঙ্গুর আন্দোলন একসময় রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছিল, তেমনি ভিয়েতনামেও জমি অধিগ্রহণ ইস্যুটি কৃষকদের বৃহত্তর আন্দোলনের জন্ম দেবে কি না, তা নিয়ে এখন জল্পনা চলছে। কাকতালীয়ভাবে, ভিয়েতনামেও ক্ষমতায় রয়েছে এক বামপন্থী সরকার, যা পরিস্থিতিকে আরও রাজনৈতিক মাত্রা দিতে পারে।
আরও পড়ুন : Gaza Journalist Killed : ছেলে প্রথম গাজার ছবি তুলে ধরায় খুশি হয়েছিলেন নিহত সাংবাদিক আনাস আল-শরীফের বাবা
সামনে কী? (Golf Club Of Trump Familiy)
প্রকল্পটি এগোলে ভিয়েতনামের পর্যটন ও বিলাসবহুল অবকাঠামো খাতে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। কিন্তু কৃষিজমি হারানোর ক্ষতি এবং ক্ষতিপূরণ নিয়ে অসন্তোষ যদি তীব্র হয়, তবে সরকার ও বিনিয়োগকারীদের জন্য তা বড় মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে।