ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রতিবছর দোলকে কেন্দ্র করে উত্তম কুমারের ( Uttam Kumar) বাড়িতে বসত জমজমাট আসর (Gourab-Devlina Holi Celebration)। সেই সময় মহানায়ক কী করতেন? সেই ধারা এখনও অটুট রয়েছে উত্তম কুমারের বাড়িতে। উত্তম কুমারের নাতি গৌরব চ্যাটার্জি (Gourab Chatterjee) এবারের দোলে যাচ্ছেন শান্তিনিকেতন। রয়েছে বিশেষ পরিকল্পনা। এবছর কীভাবে দোল উদযাপন করবেন গৌরব-দেবলীনা?
দোলের দিন কী করতেন উত্তম কুমার? (Gourab-Devlina Holi Celebration)
অভিনেতা গৌরবের কথায়, দোলে অভিনেতা দেখতেন দাদুদের ভদকা খেতে (Gourab-Devlina Holi Celebration)। বাড়িতে রীতিমত তার আসর বসত। সেটা দেখেই বড় হয়েছেন গৌরব। বাড়ির উঠোনে সবাই মিলে রং খেলতেন। দোলের দিন মানে রঙে রাঙা বাড়ির উঠোন। শুধু তাই নয়, উঠোন জুড়ে চলত হইহুল্লোড়। দোল উপলক্ষে সবাই মিলে রান্নাও করতেন। সবাই একসাথে ছুটি নিতেন। একসাথে চলত খাওয়া দাওয়া। উত্তম কুমার ওই দিন শুটিংয়ে যেতেন না। শুটিং থাকলেও বারণ করে দিতেন। মহানায়ক দোলের দিন বাড়ির সবার সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন। আর দুপুরের পদে মটন ছিল সবার প্রিয়।
দোলে ছেলেবেলার স্মৃতি (Gourab-Devlina Holi Celebration)
যত সময়ের জল গড়িয়েছে, গৌরবের বয়স বেড়েছে। দোল সেলিব্রেশন করেছেন বন্ধুদের সঙ্গে। যৌথ পরিবার ভাঙতে শুরু করেছে। ফিকে হয়ে গিয়েছে পুরনো দিনের সেই আমেজ। যদিও যৌথ পরিবারের যে ভাব প্রীতি তা এখনও অটুট। এখন সবাই ব্যক্তিগত কাজে বিভিন্ন ভাবে ব্যস্ত। কিন্তু গৌরব ছোটবেলায় বন্ধুদের সঙ্গে রাস্তায় রং খেলে রীতিমত চুটিয়ে আনন্দ উপভোগ করতেন। যদিও ভাং খাওয়াটা গৌরব সেভাবে কখনই পছন্দ করেননি। কারণ ভাং খাওয়ার অভিজ্ঞতা গৌরবের কাছে খুব খারাপ, তবে তিনি ঠাণ্ডাই খান।
আরও পড়ুন: Imran Khan Come back: ১০ বছর পর বলিউডে ইমরানের কামব্যাক! বিপরীতে থাকছেন কোন নায়িকা?
শান্তিনিকেতনের বাড়িতে দোল উদযাপন
দেবলীনার সঙ্গে গৌরবের বৈবাহিক জীবন প্রায় পাঁচ বছর হতে চলল। বিয়ের পর থেকে গৌরব দেবলীনার সঙ্গে দোলের সময় শান্তিনিকেতনে যান। সেখানে দোল উৎসব উদযাপন করেন। নিজের হাতে রান্না করেন দেবলীনা। বিশেষ ভাবে থাকে মটন। সাথে থাকে বেশ কয়েক জন কাছের বন্ধু। গত বছর যেমন সঙ্গী ছিলেন অনিন্দ্য। তবে ওখানে গেলে আনন্দের পারদটা একটু অন্যরকম থাকে। রীতিমত নাচ-গানের আসর বসে। দেবলীনা নাচেন রবীন্দ্রসঙ্গীতের সাথে। পাশপাশি থাকে বাউল গানও।
আরও পড়ুন: Three Khan: আমিরের বাড়িতে শাহরুখ-সলমনের আড্ডা, তিন খানের মধ্যে কী কথা হল?
দাদুর নিয়মে চলেন গৌরব
এখন সেভাবে আর রং মাখা হয় না। তার পরিবর্তে থাকে বিভিন্ন রঙের আবির। গৌরবের পছন্দের রং গোলাপি এবং লাল। দেবলীনারও লাল রং খুব পছন্দ। এদিন যতই শুটিংয়ের কাজ থাকুক না কেন, দুজনে চেষ্টা করেন ছুটি নেওয়ার। পারিবারিক প্রথা মেনে, বলা ভালো দাদুর নিয়মেই চলেন গৌরব। চেষ্টা করেন এই দিনটা পরিবারের সঙ্গে সবার সঙ্গে হইহুল্লোড়ে কাটাতে। এ বছরও তার ব্যতিক্রম হবে না। এ বছর শান্তিনিকেতনে একদিন থাকবেন তাঁরা।