ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সন্ধ্যেবেলায় টিভির পর্দা খুললেই, ধারাবাহিকের নায়কগুলোকে (Gourab Roy Choudhary) প্রায় সময় চেনা যাচ্ছে না। এক এক রূপে সেজে উঠছেন তারা। ছদ্মবেশের যেন ছড়াছড়ি। ছদ্মবেশ ধরে কি টিআরপিতে (TRP ) ফল বেশি আসছে ধারাবাহিক গুলোতে? বর্তমানে একের পর এক ধারাবাহিকে দেখা যাচ্ছে ছদ্মবেশ। কেউ সাজছেন পুরোহিত, কেউ বা হয়ে যাচ্ছেন জ্যাঠামশাই। আবার কোথাও দেখা যাচ্ছে, হিরোইনের মাথার চুলই উধাও। আর কোথাও স্বয়ং হিরো সেজে ফেলছেন বোষ্টমী। এবার সেই পথেই হাঁটছেন অভিনেতা গৌরব (Gourab Roy Choudhary)।
রুবেল দাসের ছদ্মবেশ (Gourab Roy Choudhary)
সম্প্রতি কিছুদিন (Gourab Roy Choudhary) আগেই দেখা গিয়েছিল, বৃদ্ধ পুরোহিতের রূপে অভিনেতা রুবেল দাসকে (Rubel Das)। তার কিছুদিন পর হানি বাফনাকে (Honey Bafna) দেখা গিয়েছিল, বয়স্ক জ্যাঠামশাইয়ের রূপে। এই ঘোর কাটতে না কাটতেই, দর্শক দেখতে পেল কথার মাথার সব চুল উধাও। নতুন রূপ দেখা গিয়েছিল কথা (Kotha) অর্থাৎ সুস্মিতা দে-কে। এরই মাঝে আরেকটি ধারাবাহিকে দেখা যাচ্ছে এইরকম ঘটনা।
পালিয়ে বেড়াচ্ছে রোদ্দুর-ময়না (Gourab Roy Choudhary)
সম্প্রতি ‘পুবের ময়না’ (Puber Moyna) ধারাবাহিকে গল্পের খাতিরে পালিয়ে বেড়াতে হচ্ছে ময়না ও রোদ্দুরকে। আর এই পালিয়ে বেড়ানোর সময়ে ছদ্মবেশ ধারণ করেছে অভিনেতা গৌরব রায় চৌধুরী (Gourab Roy Choudhary)। এক গাল ভর্তি দাড়ি, মাথায় পাকড়ি। গায়ে গেরুয়া পোশাক। ঘুণাক্ষরেও কেউ টের পাবে না, এটা সবার প্রিয় অভিনেতা গৌরব রায় চৌধুরী। নতুন রূপে বেশ মানানসই লাগছে অভিনেতাকে অভিনেতার এই নতুন রূপ দেখে হিরোইন তো অবাক।
আরও পড়ুন: Uma Dasgupta Death: চলে গেলেন পথের পাঁচালী-র দুর্গা, আবারও নক্ষত্রপতন
চিনতে পারেননি হিরোইন
হিরোইন প্রথমে চিনতে পারেননি অভিনেতা গৌরবকে। পাশ দিয়ে যখন গৌরব ছদ্মবেশ প্রথমবার চলে যান, তখন তিনি ভেবেছেন অন্য কোনও মানুষ তার পাশ কাটিয়ে চলে গেছে। এটি যে স্বয়ং তার হিরো, সেটি তিনি প্রথম দেখাতে বুঝতে পারেননি। গৌরব নিজেও এই নতুন লুক নিয়ে ভীষণ এক্সাইটেড। তিনি অপেক্ষায় রয়েছেন, তাঁর দর্শকদের প্রতিক্রিয়ার জন্য। পাশাপাশি গল্পেও নতুন মোড় নিচ্ছে। অভিনেতাও ভীষণ আনন্দিত। এতদিন ধরে যে রূপ দেখতে চেয়েছিলেন, সেই দিকেই গল্প মোড় নিচ্ছে। এই আশ্বাস দিয়েছেন স্বয়ং অভিনেতাই।
বাড়বে প্রেম
তিনি জানিয়েছেন, আস্তে আস্তে রোদ্দুর ময়নার প্রেমে পড়ছে। রোদ্দুর যে স্বভাবের, সেই স্বভাবের কারণে ময়নাকে মুখ ফুটে বলতে পারছে না । তার মনের অনুভূতির এই সময়টা বেশ অন্যরকমের। রোদ্দুর ও ময়নার জীবনে এই জিনিসগুলো দর্শক ভীষণ ভালোভাবে গ্রহণ করছেন। সেই কারণে অভিনেতা ভীষণই খুশি।
আরও পড়ুন: Neem Phooler Madhu: অবশেষে শ্বাশুড়ি বৌমার মিলন, তবে কি শেষের পথে নিম ফুলের মধু?
প্রোমো প্রচার
সম্প্রতি এই ছদ্মবেশি রূপের প্রোমো সম্প্রচারিত হয়ে গিয়েছে। এই সম্প্রচারণের পর থেকেই দর্শকমহলে প্রশংসা কুড়োচ্ছে অভিনেতার অভিনয় থেকে শুরু করে ধারাবাহিকের গল্প। এইরূপে প্রথমবার দেখা গেল অভিনেতা গৌরবকে। দর্শকমহল জানিয়েছেন, গৌরবকে বেশ অন্যরকম লাগছে।