ট্রাইব টিভি বাংলা ডিজিটাল:ছোট পর্দার পর বড় পর্দাতে পা রাখতে চলেছেন গৌরব রায়চৌধুরী (Gourab Roy Choudhary)। শোনা যাচ্ছে নতুন ছবিতে তাঁর কাজ নিয়ে কথাবার্তা এগিয়েছে। অভিনেতাকে দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ চরিত্রে। তবে এখনই প্রকাশ্যে আনা হচ্ছে না, ছবিতে কোন চরিত্রে তিনি অভিনয় করতে চলেছেন তা নিয়ে। থাকছে আরও দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। তাঁর মধ্যে একজন রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা। গৌরব রায়চৌধুরী (Gourab Roy Choudhary) ছোট পর্দা ছাড়াও বড় পর্দাতেও কাজ করেছেন। তবে ছোট পর্দার কাজ ছেড়ে কয়েক মাস অভিনয় থেকে দূরে ছিলেন বলা যায়। হয়ত বড় পর্দায় ফিরবেন বলেই কয়েক মাসের বিরতি নিয়েছিলেন তিনি। কোন ছবিতে দেখা যাবে তাঁকে? কোন চরিত্রে থাকবেন তিনি ? এছাড়াও কারা কারা থাকছেন অভিনয়ে?
বড় পর্দায় দেখা (Gourab Roy Choudhary)
কয়েক মাস আগেই শেষ হয়েছে ‘পুবের ময়না’ ধারাবাহিক। যেখানে রোদ্দুর চরিত্রে অভিনয় করতেন গৌরব রায়চৌধুরী (Gourab Roy Choudhary)। রোদ্দুর ও ময়নার জুটি ছিল ছোট পর্দায় বেশ জনপ্রিয়। তবে এবার বড় পর্দায় দেখা যাবে অভিনেতাকে। শোনা গিয়েছে , ছবিতে কাজ করার কথাও পাকাপাকি হয়ে গিয়েছে। তবে এর বেশি কিছুই প্রকাশ্যে আসেনি ছবিতে তাঁর অভিনয় নিয়ে। অভিনেতা গৌরবের সাথে থাকছেন আরও জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা।
নতুন ছবিতে অভিনয় (Gourab Roy Choudhary)
পরিচালক এমএন রাজের নতুন ছবি ‘ভালোবাসার মরশুম ‘। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন গৌরব রায়চৌধুরী (Gourab Roy Choudhary)। অভিনেতার বিপরীতে কে থাকবেন ,তা অবশ্য জানা যায়নি। মুখ্য চরিত্রে থাকবেন শরমন জোশী ও সুস্মিতা চট্টোপাধ্যায়। শরমন জোশীর ( Sharman Joshi) এটি প্রথম বাংলা ছবি। অপরদিকে সুস্মিতা চট্টোপাধ্যায়ও ( Susmita Chatterjee) বেশ জনপ্রিয়। তিনি সম্প্রতি ‘মৃগয়া ‘ তে আইটেম ডান্স করেছেন। আর থাকছেন বাংলাদেশী তানজিন তিশা ও খাইরুল বাসার।
আরও পড়ুন: Vijay Sethupathi: যৌন হেনস্তার অভিযোগ ! একাধিক খারাপ কাজে যুক্ত বিজয়?
আদ্যোপান্ত প্রেমের গল্প
‘ভালোবাসার মরশুম’ ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন মেহর এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স, হিমানি ফিল্মস এবং ফ্লোটিং ওয়াটার। ছবিটি আদ্যোপান্ত একটি প্রেমের গল্প বলবে। যেখানে কলেজ প্রেম ,স্বামী স্ত্রীর সংসার, বন্ধুত্ব এসব কিছু তুলে ধরা হবে। ছবিটির শুটিং হবে দার্জিলিং ও মুর্শিদাবাদে।
আরও পড়ুন: Chiranjeet Chakraborty: দেব- শুভশ্রীর সাথে ধূমকেতুতে চিরঞ্জিত, দিলেন প্রশংসার সার্টিফিকেট!
অপেক্ষায় দর্শক
গৌরব রায় চৌধুরী (Gourab Roy Choudhary) ‘একান্নবর্তী ‘তে অভিনয় করেছেন। ছোট পর্দায় ‘পিলু ‘ ‘ পুবের ময়না’ তে মুখ্য চরিত্রে থেকে বেশ জনপ্রিয় হয়েছেন। তবে বড় পর্দায় তাঁকে কোন চরিত্রের দেখা যাবে বা তাঁর বিপরীতে কে থাকবেন, তা জানতে অপেক্ষায় দর্শক।