ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলার বিখ্যাত সঙ্গীতশিল্পী গৌরব সরকার (Gourab Sarkar)। প্রায় এক বছর হয়ে গেল, বাবাকে ছাড়া, বলা ভালো পৃথিবীর অমূল্য স্নেহের ছাদ ছাড়া এখন সঙ্গীত শিল্পী। বাবার জন্য আগে কখনও গান তৈরি করার সুযোগ পাননি। একটা বড় আক্ষেপ। অথচ গৌরবের গানে সিংহভাগ কৃতিত্ব তাঁর বাবার। বাবার বাৎসরিক কাজের ঠিক দুদিন পর অর্থাৎ সোমবার ঠিক রাত নটায় আসতে চলেছে হৃদয় ছোঁয়া গান, ‘ ভালো থেকো’। যে গানের প্রতিটি মূর্ছনায় রয়েছে বাবার স্মৃতি। এই গানটি শুধু গান নয়, গানটি গৌরবের ভীষণ কাছের। ট্রাইব টিভিকে বলা তাঁর কথাগুলো মনে করে দিল, পৃথিবীতে একজন সন্তানের কাছে অত্যন্ত মূল্যবান সম্পদ ‘বাবা’।
পরিবারে শূন্যতা (Gourab Sarkar)
গৌরবের (Gourab Sarkar) কথায়, “যে চলে যাওয়ার তাকে আমরা শত চেষ্টা করেও আটকাতে পারব না। তবে আমাদের পরিবারে এখন একটা বড় শূন্যতা তৈরি হয়েছে। সেটা অন্য কিছুর মাধ্যমে পূর্ণ করা সম্ভব নয়। ওই শূন্যতা থেকেই যাবে। কিন্তু আমাদের তো মেনে নিতেই হবে। বাবার ভালো মুহূর্ত গুলো নিয়ে আমরা আজীবন বাঁচব।”
গৌরবের গানের সমালোচক (Gourab Sarkar)
তাঁর বাবা হঠাৎ বাবাকে নিয়ে গান কেন গান তৈরি করলেন? গৌরব (Gourab Sarkar) মনে করেন, বাবা তাঁর জীবনে বড় অনুপ্রেরণা। ছোটবেলায় প্রতিযোগিতা থেকে শুরু করে গান শিখতে নিয়ে যাওয়া, বাবার সব থেকে বেশি উদ্যোগ ছিল। সঙ্গীত শিল্পী বলেন, “বাবা ছিল আমার সবথেকে বড় সমালোচক। কোনটা ভুল হয়েছে আমাকে ধরিয়ে দিত। বাবা খুব কম সময়ই বলেছে যে আমার গান খুব ভালো লেগেছে শুনতে। আমার খুব বড় সাপোর্ট ছিলেন। কিন্তু তাকে রিটার্ন গিফট হিসেবে কখনও কিছু দেওয়া হয়নি।”

আরও পড়ুন: Aishwarya-Abhishek: ঐশ্বর্যার চমক, ডিভোর্স নিয়ে বড় খোলাসা! ছবি পোস্ট করে কী বললেন?
৬ মাস আগে প্রস্তুতি
গানটি এখন সামনে আসলেও, গানের প্রস্তুতি কিন্তু বহুদিন আগেই করে রেখেছিলেন। প্রায় ছয় মাস আগে। গানটি গৌরব নিজেই লিখেছেন এবং গেয়েছেন। আর মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন শমীক গুহ রায়। গিটার বাজিয়েছে ছন্দন। ভিডিও করেছেন নীলার্ঘ্য ব্যানার্জি। গৌরবের কাছে, এই গান আর পাঁচটা গানের মতো নয়। বলেন, “এটা আমার খুব ব্যক্তিগত এবং আমার প্রাণের কাছাকাছি একটা কাজ।”

বাবার জন্য বিশেষ নিবেদন
এই বিশেষ গান সম্পর্কে গৌরব দু দিন আগে সোশ্যাল মিডিয়ায় লেখেন “আজ বাবার বাৎসরিক, বাবা চলে গেছে ঠিক এক বছর হয়ে গেল। আমার গানবাজনার সিংহভাগ কৃতিত্বই আমার বাবার। আমি জানি বাবা এখনও আমার সাথেই আছে এবং আজীবন থাকবে। তবে বাবার জন্য কখনও কোনও গান তৈরি করার সুযোগ হয়নি কোনও দিন। তাই আজ এই বিশেষ দিনে বাবার জন্য রইল এই বিশেষ নিবেদন। এই গান আপনারা সকলে শুনতে পাবেন আগামী সোমবার ঠিক রাত ৯টায় আমার ইউটিউব চ্যানেলে। বাবুন, তুমিও ঠিক শুনে নেবে জানি এই গান আর ভুলত্রুটি গুলোও ধরিয়ে দেবে ঠিক আগের মতোই। ভালো থেকো।”