ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সবুজ সাথী প্রকল্পের সাইকেল (Government Bicycles) বিক্রি হচ্ছে হাটে। রীতিমতো লোগো লাগানো অবস্থাতেই চলছে সাইকেল গুলির দর কষাকষি। কারো কাছে ২০০০ আবার কারো কাছে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে সবুজ সাথির সাইকেল। ঘটনার জেরে রীতিমত শোরগোল গঙ্গারামপুর জুড়ে। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে।
প্রকাশ্যে বিক্রি সরকারি সাইকেল (Government Bicycles)
রাজ্যের স্কুল পড়ুয়াদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার (Government Bicycles)। যার মধ্যে অন্যতম সবুজ সাথী প্রকল্প। স্কুলে যাতায়াতের সুবিধার্থে পড়ুয়াদের হাতে রাজ্য সরকারের তরফে তুলে দেওয়া হয় সবুজ সাথী প্রকল্পের সাইকেল। সরকারি লোগো লাগানো নীল রঙের সাইকেল পড়াশুনার ক্ষেত্রে পড়ুয়াদের যাতায়াতের অন্যতম মাধ্যম।
গঙ্গারামপুরে চমকে দেওয়ার মত অভিযোগ (Government Bicycles)
বিগত দিনে সরকারি প্রকল্পের সাইকেল নিয়ে বিভিন্ন দুর্নীতির অভিযোগ সামনে এসেছে (Government Bicycles)। একাধিক জায়গায় খবর মিলেছিল যে সবুজ সাথীর সাইকেল বণ্টন না করে ফেলে রাখা হয়েছে। আর এবারে যে অভিযোগ উঠলো তা এক্কেবারে চমকে ওঠার মতো। খোলা হাটে রমরমিয়ে বিক্রি করা হচ্ছে সবুজ সাথীর সাইকেল!
লোগো লাগানো অবস্থাতেই দর কষাকষি
প্রকাশ্য হাটে দেদার বিক্রি সরকারি সবুজ সাথী প্রকল্পের সাইকেল। রীতিমতো লোগো লাগানো অবস্থাতেই চলছে নীল রঙা সাইকেল গুলির দর কষাকষি।ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের শিববাড়ি (Shib bari) হাট। বিজেপির রাজ্য সভাপতির নিজের জেলায় সরকারি সাইকেল বিক্রি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সরকারি সাইকেল এভাবে প্রকাশ্যে বিক্রি করা কি সম্ভব? সদুত্তর দিতে পারেননি খোদ বিক্রেতারাই।

২০০০-১৮০০ টাকায় সরকারি সাইকেল
হাটে সরকারি সাইকেলগুলি সাজিয়ে ক্রেতাদের উদ্দেশ্যে হাঁক পাড়ছেন দোকানদারেরা। বিক্রিও হচ্ছে ভাল। কারো কাছে ২০০০ আবার কারো কাছে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে সবুজ সাথির সাইকেল। আর এ ছবি প্রকাশ্যে আসতেই রীতিমত শোরগোল গঙ্গারামপুর জুড়ে।
আরও পড়ুন: Panagarh Case Update: বয়ান বদলেই বিপত্তি, সুতন্দ্রার মায়ের অভিযোগে গ্রেফতার গাড়ির চালক!
প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
প্রতি সপ্তাহের রবিবার করে হাট বসে গঙ্গারামপুরের শিববাড়ি এলাকাতে। সেই হাটেই দেখা গিয়েছে লম্বা লাইনে দাঁড় করানোর ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল। অভিযোগ, পুরসভা থেকে মাত্র ২ কিলোমিটার দূরে বসে হাটটি। আর সেখানে রমরমিয়ে চলছে সরকারি প্রকল্পের সাইকেল বিক্রি। বহুদিন ধরেই ওই হাটে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি করা হয়। কিন্তু সেই দিকে নজর নেই ব্লক প্রশাসনের ও থানার, এমনটাই অভিযোগ।
আরও পড়ুন: Fake SIM Scam: ভুয়ো সিম জালিয়াতি কাণ্ডে গ্রেফতার একাধিক, উদ্ধার ১২৭৪টি সিম!
পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসী এবং অভিভাবকদের
সবুজ সাথীর সাইকেল হাটে বিক্রি নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্য়ে শুরু হয়েছে তরজা। এর সঙ্গে তৃণমূলের নেতারা জড়িত বলে অভিযোগ বিজেপির। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। সরকারি সাইকেল হাটে এল কিভাবে? কিভাবে সাইকেলগুলি পৌঁছল বিক্রেতাদের কাছে। হাটের কিছুটা দূরেই রয়েছে পুরসভা, অথচ জানেন না কেউই? কিভাবে সম্ভব? অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী এবং অভিভাবকরা।