ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) ১০ বছরের কম বয়সি কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য কেন্দ্রীয় সরকারের একটি লাভজনক ও নিরাপদ সঞ্চয় প্রকল্প।পরিচালনা করে ভারতীয় ডাক বিভাগ (Post Office)। বর্তমানে মিলছে ৮.২% চক্রবৃদ্ধি সুদ, যা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি।
অ্যাকাউন্ট খোলার শর্ত (Post Office)
১০ বছরের কম বয়সি কন্যার নামে খোলা যায় (Post Office)।
১ পরিবারে সর্বাধিক ২টি অ্যাকাউন্ট, যমজ সন্তান হলে সর্বোচ্চ ৩টি।
বছরে ন্যূনতম ₹২৫০ থেকে সর্বোচ্চ ₹১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে।
শুধু ১৫ বছর পর্যন্ত টাকা জমা দিতে হবে।

টাকা তোলার নিয়ম
১৮ বছর বয়স বা দশম শ্রেণি পাশ করার পর থেকে টাকা তোলা যাবে।
এককালীন বা কিস্তিতে টাকা তোলা সম্ভব, তবে বছরে একবারের বেশি নয়।
স্কিমের মেয়াদ ও ম্যাচিউরিটি
অ্যাকাউন্ট খোলার ২১ বছর পরে পুরো ম্যাচিউর হয়।
তবে কন্যার ১৮ বছরে বিয়ের সময়েও ম্যাচিউর হতে পারে।
১৫ বছর পর বিনিয়োগ বন্ধ হলেও সুদ চলবে পূর্ণ মেয়াদ পর্যন্ত।
কীভাবে ₹৭০ লক্ষ পাওয়া সম্ভব?
প্রতিদিন সঞ্চয় করুন মাত্র ₹৪০০ (মাসে ₹১২,৫০০)
বছরে জমা হবে ₹১.৫ লক্ষ
১৫ বছরে মোট বিনিয়োগ হবে: ₹২২,৫০,০০০
সুদের মাধ্যমে উপার্জন হবে প্রায় ₹৪৬,৭৭,৫৭৮
২১ বছর পর মোট ম্যাচিউরিটি ভ্যালু: ₹৬৯,২৭,৫৭৮
কেন বেছে নেবেন এই স্কিম?
ঝুঁকিমুক্ত সরকারি প্রকল্প বিনিয়োগে আয় ট্যাক্স ফ্রি, মেয়ের পড়াশোনা ও বিয়ের জন্য সুরক্ষিত ভবিষ্যৎ, ছোট অঙ্কেও বড় সঞ্চয়ের সম্ভাবনা। এই স্কিমটি বিশেষভাবে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য উপযুক্ত, যারা কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য নির্ভরযোগ্য ও লাভজনক প্ল্যান খুঁজছেন।