ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অপারেশন সিঁদুরের পর, পাঞ্জাব ও হরিয়ানায় পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রাজস্থানের জয়সলমিরে বুধবার এক সরকারী কর্মচারীকে (Government Staff Held for Spying) আটক করা হয়েছে। পূর্ববর্তী কংগ্রেস সরকারের সময় তিনি ওই নেতার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন।
জয়সলমিরে সরকারী কর্মচারী আটক (Government Staff Held for Spying)
রাজস্থানের জয়সলমিরে বুধবার এক সরকারী কর্মচারীকে (Government Staff Held for Spying) পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছে। সাকুর খান মাঙ্গালিয়ার নামে ওই ব্যক্তি রাজ্য সরকারের কর্মসংস্থান দফতরে কর্মরত ছিলেন। সিআইডি এবং গোয়েন্দা সংস্থার যৌথ দল তাকে তার অফিস থেকে আটক করে। তাকে জয়পুরে নিয়ে গিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
রাজনৈতিক সংযোগের তদন্ত (Government Staff Held for Spying)
গোয়েন্দা সংস্থাগুলি মাঙ্গালিয়ারের সঙ্গে সীমান্ত অঞ্চলের এক শীর্ষ কংগ্রেস নেতার সংযোগের বিষয়টি তদন্ত করছে। সূত্রের খবর, পূর্ববর্তী কংগ্রেস সরকারের সময় তিনি ওই নেতার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন। তবে রাজনৈতিক সংযোগ নিয়ে নিরাপত্তা সংস্থাগুলি এখনও কোনো মন্তব্য করেনি।
সন্দেহজনক কার্যকলাপ ও বিদেশ যাত্রা
মাঙ্গালিয়ার বারোডা গ্রামের মাঙ্গালিয়ার ধানি এলাকার বাসিন্দা। তিনি কয়েক সপ্তাহ ধরে নজরদারিতে ছিলেন। তার মোবাইল ফোনে একাধিক পাকিস্তানি নম্বর পাওয়া গেছে, যার সন্তোষজনক ব্যাখ্যা তিনি দিতে পারেননি। তিনি গত কয়েক বছরে অন্তত সাতবার পাকিস্তান ভ্রমণ করেছেন বলে স্বীকার করেছেন, যা আরও উদ্বেগের কারণ হয়েছে।
আরও পড়ুন: Vijay Shah: কর্নেল সোফিয়াকে কুমন্তব্য! সুপ্রিম-নির্দেশে মন্ত্রীর মামলা বন্ধ হাইকোর্টে
তদন্তের অগ্রগতি
জেলা পুলিশ সুপার সুধীর চৌধুরী জানান, “উচ্চতর সদর দফতর থেকে সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে সতর্কতা পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। আমরা সমস্ত তথ্য যাচাই করে তদন্ত চালিয়ে যাচ্ছি।”
আরও পড়ুন: Anna University: আন্না বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন নির্যাতন!দোষী সাব্যস্ত বিরিয়ানি বিক্রেতা
অন্য রাজ্যেও গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার
অপারেশন সিঁদুরের পর, পাঞ্জাব ও হরিয়ানায় পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। হিসারের ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে পাকিস্তানি হ্যান্ডলারের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পাঞ্জাবে ১১ মে এবং হরিয়ানায় ১৩ ও ১৫ মে আরও কয়েকজনকে একই অভিযোগে আটক করা হয়েছে। ভাটিন্ডা সামরিক স্টেশনে কর্মরত দুই ব্যক্তিকেও ৭ ও ১৪ মে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনাগুলি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিদেশি গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।