ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘আমাদের উপর গুলি চালালে, আমরা চার গুন গুলি চালাবো’। দুষ্কৃতীদমনে কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের (DG Rajeev Kumar)। বৃহস্পতিবার গোয়ালপোখর কাণ্ডে আহত পুলিশকর্মীদের সঙ্গে নার্সিংহোমে দেখা করেন ডিজি (DG)। সেখান থেকে বেরিয়েই ডিজির বার্তা ‘কোনও দুষ্কৃতি আমাদের উপর গুলি চালালে, আমরা চার গুন গুলি চালাবো’। ‘আমরা এতে সক্ষম ও প্রশিক্ষিত’। এদিন ঘটনাস্থল পরিদর্শনেও যান ডিজি রাজীব কুমার (Gowalpokhre Shootout)।
দুষ্কৃতী দমনে কড়া বার্তা ডিজির (Gowalpokhre Shootout)
রাজ্যে ফের আক্রান্ত পুলিশ (Police)। আসামিদের নিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি (Shots Aimed At The Police) চালানোর অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে আহত দুই পুলিশকর্মী চিকিৎসাধীন হাসপাতালে। বুধবার ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের (Gowalpokhre) পাঞ্জিপাড়া এলাকায়। ঘটনার পর থেকেই তোলপাড় রাজ্য। ইতিমধ্যেই রাজ্য পুলিশের একাধিক পদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। বৃহস্পতিবার গোয়ালপোখর কাণ্ডে গুলিবিদ্ধ পুলিশকর্মীদের সঙ্গে নার্সিংহোমে দেখা করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (DG Rajeev Kumar)।নার্সিংহোম থেকে বেরিয়েই দুষ্কৃতী দমনে কড়া বার্তা ডিজির (D.G.’s Strict Message)। ‘কোনও দুষ্কৃতি আমাদের উপর গুলি চালালে, আমরা চার গুন গুলি চালাবো’। ‘আমরা এতে সক্ষম ও প্রশিক্ষিত’। মন্তব্য রাজীব কুমারের (Gowalpokhre Shootout)।
কে এই সাজ্জাক আলম ? (Gowalpokhre Shootout)
ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো অধরা অভিযুক্ত সাজ্জাক আলম (Sazzak Alam)। তাঁর খোঁজে জোরকদমে চলছে তল্লাশি। কিন্তু কে এই সাজ্জাক আলম ? ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। করণদিঘি থানা এলাকার বাসিন্দা, সুবেশ দাস (Subesh Das) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে উত্তর দিনাজপুর জেলা জুড়ে আন্দোলনে নামেন ব্যবসায়ীরা। পুলিশের হাতে গ্রেফতার হয় মূল অভিযুক্ত সাজ্জাক আলম (Main Accused Sazzak Alam Was Arrested)। নির্দিষ্ট সময়ের ভেতরেই চার্জশিট জমা দেয় পুলিশ (Police Submitted The Charge Sheet)। সাজ্জাককে জেলের ভেতরে রেখে চলছিল আদালতের কাজ। বৃহস্পতিবার তাঁকে হাজিরার জন্য নিয়ে যাওয়া হয়েছিল ইসলামপুর। সেখান থেকে ফেরার পথেই ঘটে বিপত্তি (Gowalpokhre Shootout)।
আরও পড়ুন: Police attacked: পুলিশকে ধারাল অস্ত্রের কোপ! শ্লীলতাহানির তদন্ত নেমে আক্রান্ত পুলিশ
কিভাবে সাজ্জাকের হাতে পৌঁছল অস্ত্র ? (How Did Sazzak Get The Weapon)
রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর (Golam Rabbani) দাবি, ইসলামপুর আদালতের পুলিশ লকআপে থাকার সময় সাজ্জাকের সঙ্গে কেউ দেখা করতে আসে। আর সেই সময় লুকিয়ে, চাদরে মুড়িয়ে রিভলভার (Revolver) তার হাত পর্যন্ত পৌছয়। একই সুর শোনা গিয়েছে উত্তরবঙ্গের আইজির (IG Of North Bengal) গলাতেও।
সাজ্জাকের খোঁজে পুরস্কার ঘোষণা (Award Announcement For Sazzak)
ইতিমধ্যেই রায়গঞ্জ (Raiganj) জেলা পুলিশ অভিযুক্ত সাজ্জাক আলমের (Sazzak Alam) খোঁজ দিতে পারলে ২ লক্ষ টাকার (2 Lakhs) পুরস্কার ঘোষণা করেছে। একই সঙ্গে সাজ্জাককে সাহায্যকারী সন্দেহে উঠে আসছে গোয়ালপোখরের বাসিন্দা আব্দুল হোসেনের (Abdul Hossain) নাম। তাঁরও খোঁজে ২ লক্ষ টাকার পুরষ্কার ঘোষণা করেছে পুলিশ প্রশাসন (Police Administration)।
ঠিক কি ঘটেছিলো বুধবার ? (What Exactly Happened On Wednesday)
জানা গিয়েছে, বুধবার ইসলামপুর আদালত (Islampur Court) থেকে শুনানি শেষে পুলিশের বাসে করে রায়গঞ্জে ফিরিয়ে আনা হচ্ছিল ২ আসামিকে (2 Accused)। গাড়ি পাঞ্জিপাড়ার কাছে পৌঁছতেই বাথরুমের জন্য পুলিশের গাড়ি থেকে নামে আসামিরা। সেই সময়ই আগ্নেয়াস্ত্র থেকেই সাজ্জাক আলম পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে জখম হন পুলিশকর্মী নীলকান্ত সরকার (Neelkant Sarkar) এবং কনস্টেবল দেবেন বৈশ্য (Deben Baishyo)।
আরও পড়ুন: Baghajatin Flat Collapse: ফ্ল্যাট-বিপর্যয়ে গ্রেফতার প্রমোটার, দায় কার? এখনও দড়ি টানাটানি
স্নিফার ডগ নিয়ে এলাকায় অভিযান (Raid With Sniffer Dog)
খবর পেয়ে দ্রুত গোয়ালপোখর থানার পুলিশ (Goalpokhar Police Station) পৌঁছায় ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে (Islampur Divisional Hospital) নিয়ে যাওয়া হয়। শুরু হয় তদন্ত। পুলিশের ওপর হামলাকারী তথা আসামি সাজ্জাক আলম করণদিঘির বাসিন্দা। পলাতক সাজ্জাকের খোঁজে গভীর রাত পর্যন্ত স্নিফার ডগ নিয়ে এলাকায় অভিযান চালায় পুলিশ। তবুও অধরা অভিযুক্ত। ইতিমধ্যেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ (CCTV Footage) প্রকাশ্যে এসেছে।
ঘটনায় উঠছে তদন্তের দাবি (Demand For Investigation In The Incident)
গোয়ালপোখর কান্ড নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধীরা। ঘটনার নিন্দা জানিয়ে তদন্তের দাবিতে সরব হয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক (State Secretary Of CPIM) মহম্মদ সেলিম (MD Salim) এবং বিজেপি বিধায়ক (BJP MLA) জুয়েল মুর্মু (Jewel Murmu)।
কড়া নিরাপত্তা বাংলাদেশ সীমান্তে (Strict Security At Bangladesh Border)
বৃহস্পতিবার আহত পুলিশকর্মীদের সঙ্গে দেখা করার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শনেও যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (DG Rajeev Kumar)। পরিদর্শন শেষে পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়িতে গোলাম রব্বানীর (Golam Rabbani) সঙ্গে আলোচনা সারেন তিনি।পলাতক সাজ্জাককে ধরতে কোনো ফাঁক রাখতে চাইছে না পুলিশ। তার বাড়ি এবং এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি পুলিশের কড়া নজর রয়েছে বাংলাদেশ সীমান্তেও ((Strict Security At Bangladesh Border))।